Gold Price Today: বছরের প্রথম দিনেই মধ্যবিত্তের জন্য বড় ধামাকা, হাজার হাজার টাকা সস্তা হল সোনার দাম

১৪৩০ সালের প্রথম দিন অর্থাৎ নববর্ষ এবং বছরের প্রথম দিন একটু হিসেব করেই চলতে হয়, যাতে কোন রকম ভাবেই বেহিসাবি না হতে হয় সারা বছর। নতুন বছরের প্রথম দিনটি মধ্যবিত্তদের…

Avatar

১৪৩০ সালের প্রথম দিন অর্থাৎ নববর্ষ এবং বছরের প্রথম দিন একটু হিসেব করেই চলতে হয়, যাতে কোন রকম ভাবেই বেহিসাবি না হতে হয় সারা বছর। নতুন বছরের প্রথম দিনটি মধ্যবিত্তদের জন্য অত্যন্ত বড় সুখবর নিয়ে হাজির হয়েছে কারণ সোনার দামে হাজার হাজার টাকা পতন হয়েছে। কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে অনেকটা কমেছে।

এই মুহূর্তে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫ হাজার ৫৯০ টাকা (কমেছে ৭০০ টাকা) এবং ১০০ গ্রামের দাম হয়েছে ৫,৫৯,৫০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে অনেকটা সস্তা হয়েছে। এবার দেখে নেওয়া যাক ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ কলকাতায়।

এই মুহূর্তে কলকাতায় ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,১০৪ টাকা। এই দাম কমেছে ৭৬ টাকা। সেই অনুযায়ী ১০ গ্রামের দাম ৬১,০৪০ টাকা ও ১০০ গ্রামের দাম ৬,১০,৫০০ টাকা, কমেছে ৭৬০০ টাকা। এর ফলে প্রাণের শহর কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম সর্বসাকুল্যে প্রায় ১৭ হাজার টাকা সস্তা হয়েছে। উপরোক্ত সোনার দামের সঙ্গে জিএসটি ও টিসিএস এর মত শুল্ক যুক্ত নেই।