Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাতাসে বিষ, দুদিন বন্ধ রাজধানীর সমস্ত স্কুল

Updated :  Thursday, November 14, 2019 8:41 AM

দিল্লি : সম্প্রতি বেশ কিছুসময় ধরে দিল্লীর আবহাওয়া এক মাথাত্মক রূপ ধারন করেছে। দিল্লীর আকাশ শীতের আগেই কুয়াশাপূর্ন যেন বাতাতে বিষ মিশে গেছে। এমনকি সাধারণ মানুষের শ্বাস-প্রশ্বাসেও অসুবিধা হচ্ছে এমনটাই দাবি। নাসার এক রিপোর্টে বর্নিত ছিল যে পাঞ্জাব ও হিমাচল প্রদেশের অতিরিক্ত জ্বালানি পোড়ানোর ধোঁয়াই দিল্লীর দূষনের প্রধান কারন। সুত্রে খবর, বর্তমান সময়ে দিল্লীর আবহাওয়ার অবস্থা খুবই শোচনীয়। যা খুব খারাপ বিষয়।

সুপ্রিম কোর্ট নিয়োজিত দূষন-দমন প্যানেল দিল্লীর খারাপ আবহাওয়ার জন্য গত ১৪ ও ১৫ নভেম্বর সমস্ত স্কুল ছুটি রাখার নির্দেশ জারি করেছে। এমনকি অফিসারদেরও বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। দূষন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আগামী ১৫ ই নভেম্বর দিল্লীর সমস্তরকম নির্মাণ কাজও বন্ধের নির্দেশ দিয়েছে ইপিসিএ।

দিল্লির ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা, বাহাদুরগড়, পানিপথের যে সমস্ত শিল্পকেন্দ্রগুলি এখনো প্রাকৃতিক গ্যাসের জ্বালানি ব্যবহারে উদ্যোগ নেয়নি, তাদের ওপর ১৫ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। এই পদক্ষেপের পর দিল্লীর আবহাওয়া একটু উন্নতি হবে এমনটাই আশা করা হচ্ছে।