ব্যাঙ্গালোরে ডেলিভারি বাক্স থেকে উদ্ধার হল দুই মাথা বিশিষ্ট সাপ। এখন চারিদিকে লকডাউন চলছে, খাবার পরিষেবাও বন্ধ রয়েছে। তা সত্বেও খাবারের ব্যাগ নিয়ে এই দুজন ডেলিভারি বয় কোথায় যাচ্ছেন তা দেখে পুলিশের যথেষ্ট সন্দেহ হয় এবং তাদের ব্যাগ থেকে বেরিয়ে পড়ে এক বিষধর সাপ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর মারফত খবর পেয়ে ব্যাঙ্গালোরের পুলিশ মহাম্মদ রিজওয়ান ও আজহার খান নামক দুই ব্যক্তিকে চিহ্নিত করেন। এই দুই মাথা বিশিষ্ট সবথেকে বালিয়াড়ি অঞ্চলে সাধারণত দেখতে পাওয়া যায় একে ‘স্যান্ড বোয়া’ বলে। চিকিৎসা ক্ষেত্রে এই সাপের বিষ ব্যবহার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এদেরকে গ্রেফতার করা হয়।
While Dunzo doing good job of door delivery of essentials during the lockdown,some misusing it & doing illegal things. CCB arrest 2 accused who used the cover of DUNZO delivery boys & procured & tried to sell two headed snake (SAND BOA) prohibited under Wildlife Protection Act.. pic.twitter.com/PwHOwelog2
— Sandeep Patil IPS (@ips_patil) April 23, 2020