হায়দ্রাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত চার অভিযুক্তকে পুলিশ এনকাউন্টারে মেরেছে বলে জানা যাচ্ছে। যে খবরের সত্যতা স্বীকার করেছে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার। গত বুধবার হায়দ্রাবাদের থেকে কিছুটা দূরে এক তরুণী পশু চিকিৎসককে চার লড়ি চালক ও খালাসী মিলে পরিকল্পনা মাফিক গণধর্ষণ ও খুন করে। এ ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা দেশ।
তদন্তে নেমে চার লড়ি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এবার পুলিশি এনকাউন্টারে ওই চার ধর্ষণকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, তারা চার অভিযুক্তকে ঘটনা স্থলে নিয়ে যাচ্ছিলেন, তখন তারা পালানোর চেষ্টা করে। তখনই পুলিশ পিছন থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার অভিযুক্তের।