হাওড়ায় এবার পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ। জানা গিয়েছে, লক ডাউন চলাকালীন এদিন হাওড়ার হটস্পট চিহ্নিত এলাকায় টিকিয়া পাড়ার পুলিশ টহলদারি চালায়। টহলদারি চালাতে গিয়ে তাঁরা দেখেন বেলিলিয়াস রোডে কিছু মানুষ লক ডাউনকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন। এরপর পুলিশ তাঁদের উদ্দেশ্য বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন। বাড়ি ফিরে যেতে বললে তাঁদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।
বচসার পর পুলিশকে ধাক্কা দেয় তাঁরা। তারপর জানা গিয়েছে, পুলিশ তাঁদের লাঠিচার্জ করে। লাঠিচার্জের ফলে বচসা আরও ভয়াবহ আকার নেয়। জনতা পুলিশকে উদ্দেশ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। জনতার ও পুলিশের মধ্যে ইটবৃষ্টি ও বচসার ফলে দু’জন পুলিশ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
#WATCH: A crowd, which had gathered at a market place in Tikiapara of Howrah today – defying the lockdown, attacked Police personnel & pelted stones at them when they asked the crowd to return to their homes. 2 police personnel injured. #WestBengal (Video source: Amateur video) pic.twitter.com/EAZbm5wWlc
— ANI (@ANI) April 28, 2020
এই ঘটনার পর রাজ্যের বনমন্ত্রী ও ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। যারা যারা এই ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনার পর ওই এলাকায় দু’টি বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি আরও ভয়াবহ যাতে না হয় তার জন্য নামানো হয়েছে র্যাফ। এদিকে রাজ্যের চারটি জেলা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর অন্তর্গত।