Breaking News: বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক!

মমতা সরকারের বিরুদ্ধে ফের পথে নেমেছে বামেরা। বাম ছাত্র ও যুব সংগঠনের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে ধুন্ধুমার। শিল্প ও চাকরির দাবিতে এই অভিযান করা হয়। আজ শুক্রবার হাওড়ার মল্লিকফটকে বাম…

Avatar

মমতা সরকারের বিরুদ্ধে ফের পথে নেমেছে বামেরা। বাম ছাত্র ও যুব সংগঠনের সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে ধুন্ধুমার। শিল্প ও চাকরির দাবিতে এই অভিযান করা হয়। আজ শুক্রবার হাওড়ার মল্লিকফটকে বাম ছাত্র যুব কর্মী-সমর্থকদের এই মিছিল আটকায় পুলিশ। পালটা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ মিছিলে আসা বাম ছাত্র-যুব কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ফলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের চাঠি চার্জের হাত থেকে রেহাই পায়নি মহিলা আন্দোলনকারীরাও। লাঠিচার্জের জেরে আহত বেশ কয়েক আন্দোলনকারীরা। ঢিলের আঘাতে আহত এক পুলিশ কর্মীও। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীদের প্রতিহত করতে চালানো হয় জল কামান ও কাঁদানে গ্যাসও। একাধিক বাম কর্মীদের আটক করেছে পুলিশ।