হাথরস কাণ্ডে উত্তাল হয়েছে সারা দেশ। তার মাঝেই একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতিবাদের মাঝেই হেনস্থার কবলে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যেই তার কুর্তি ধরে টানার লজ্জাজনক ঘটনায় চিহ্নিত করা হয়েছে এক অফিসারকে। টুইট করে এমনটাই জানাল নয়ডা কমিশনারেট।গত শনিবার দিল্লি থেকে উত্তরপ্রদেশে ঢোকার মুখে ব্যারিকেড বসিয়ে কংগ্রেস নেতাদের রাস্তা আটকায় পুলিস।
সেখানেই দিল্লি-নয়ডা ডায়রেক্ট ফ্লাইওভারের টোল প্লাজায় পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে কংগ্রেস নেতা ও সমর্থকদের। আর সেখানেই পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে হেনস্থা করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। যার জেরে কার্যত ক্ষমা চাইতে হয়েছে যোগী রাজ্যের পুলিশকে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷ অন্য দিকে হাথরসের দলিত তরুণীকে মধ্যরাতে দাহ করার ঘটনায় কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ এর নাম।
এরপরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন একাধিক বিরোধি দলের নেতা। যোগী আদিত্যনাথ সরকার হাথরসের ঘটনায় সিবিআই দিয়ে তদন্তের জন্য প্রস্তাব দিয়েছে৷ ইতিমধ্যেই হাথরস ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়েছে সারা ভারত। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হযতে হয়েছিলো রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। আর এবার হাথরসের পথে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা।