নয়া দিল্লী : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লীর জামা মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিলে জড়ো হয় মানুষের একটি বড়ো অংশ। তারা সরকারের বিরুদ্ধে নিন্দামূলক স্লোগান তোলে। বিক্ষোভকারীরা বি.ডি আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মতো জাতীয়তাবাদী নেতার পোস্টার নিয়ে মিছিল করে এবং এই আইন প্রত্যাহার করার দাবী জানায়।তারা “আজাদী” ও “তনাশাহী নেহি চলেগি” নামক স্লোগান তোলে।
দিল্লী পরিস্থিতি দেখা শোনার দায়িত্বে থাকা পুলিশ কর্তা এম.এস রন্ধাওয়া ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ভাবে ছত্রভঙ্গের আদেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে ড্রোনের মাধ্যমে গোটা ঘটনায় নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন : ফাঁসি নয়, উন্নাও কান্ডে কুলদীপের সাঁজা যাবজ্জীবন, সাথে ২৫ লক্ষ টাকা জরিমানা
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ সম্প্রদায়ের শরনার্থীদের ভারতে নাগরিকত্ব প্রদানের এই আইন গোটা দেশকে উত্তাল করে তুলেছে।