মঙ্গলবার দিল্লির সীলমপুর এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সামিল হওয়া জনতার উপর কাঁদানে গ্যাসের শেল ছুঁড়লো পুলিশ। দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালানোর একদিন পরই আবার এই ঘটনায় জড়িয়ে পড়লো দিল্লির পুলিশ।
দুপুর ২ টা নাগাদ প্রায় ১০০০ জনেরও বেশি বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য পাথর ও কাঁচের বোতল ছুঁড়তে থাকে। এরপরই পুলিশ বিক্ষোভরত জনতার উপর কাঁদানে গ্যাস ছোঁড়ে। শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি।
আরও পড়ুন : ভুল বুঝিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছে কংগ্রেস, সাহস থাকলে প্রতিটি পাকিস্তানিকে ভারতীয় নাগরিকত্ব দিক
গত ২ দিন ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। স্থানীয় মানুষের অভিযোগ, ১০ থেকে ১২ জনের একটি দল বিক্ষোভকারীদের মধ্যে মিশে একটি স্কুল বাসে ভাঙচুর চালায়। এরপরই পুলিশ তল্লাশির নামে হেনস্থা শুরু করে স্থানীয় মানুষকে। যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’