অরূপ মাহাত: বিজেপির যুব মোর্চার ডাকে কলকাতা পুরসভা অভিযানকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হলো শহরে। এই মিছিলকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, চাঁদনি চক সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরী করেছিল পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতে কৌশল অবলম্বন করেছে যুব মোর্চাও। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে পুরসভার দিকে এগিয়ে যায় তারা। মাঝ পথে পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা।
শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। চাঁদনি চকে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। জলকামানের আঘাতে আহত হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটালে ছত্রভঙ্গ হয় বিজেপি সমর্থকরা। ডেঙ্গু প্রতিরোধে পুরসভার ব্যর্থতার অভিযোগে এ দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিজেপিকে রুখতে পুলিশের অতি সক্রিয়তার সমালোচনা করেন তিনি।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained