Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Poonam Pandey: ‘ফোন করো, তোমার জন্য নগ্ন হব’ : পুনম পাণ্ডে

Updated :  Thursday, July 22, 2021 10:22 PM

সোমবার রাতে বলিউডে ফের এক নতুন রহস্যের উন্মোচন হল। কুন্দ্রা পরিবারে বিনা মেঘে বজ্রপাত। পর্ন সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। গত সোমবার মুম্বাই ক্রাইম বাঞ্চের পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। মুম্বাই পুলিশের অভিযোগ নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুলিশসূত্র থেকে জানা গিয়েছে, এই ব্যাবসার অন্যতম মূল পান্ডা হলেন রাজ। সব রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই পুলিশ শিল্পার স্বামীকে গ্রেপ্তার করেছেন।

Poonam Pandey: ‘ফোন করো, তোমার জন্য নগ্ন হব’ : পুনম পাণ্ডে

রাজের গ্রেপ্তারির পর একের পর এক বলিউডের অ্যডাল্ট স্টার শার্লিন চোপড়া, পুনম পান্ডে মুখ খুলেছেন। এবার পুনম পাণ্ডে রাজের বিরুদ্ধে নানান বিষ্ফোরক মন্তব্য করলেন। পুনমের অভিযোগ, রাজের সংস্থার তরফ থেকে তাঁকে হুমকি ও ভয় দেখানো হয়েছিল। আদ্দ বলা হয়েছিল তাঁদের কথা মতো যদি সেই ভিডিয়োতে ‘পোজ’ না দেওয়া হয় তবে পুনমের ব্যক্তিগত যাবতীয় নথি ফাঁস করে দেওয়া হবে। ২০১৯ সালে পুনম এবং রাজ মিলে একটি অ্যাপ খোলার সিদ্ধান্ত নেন। কিন্তু টাকার লেনদেনের সমস্যার জন্য মাঝপথে পুনম সেই অ্যাপের চুক্তি ভেঙে বেরিয়ে আসেন।

Poonam Pandey: ‘ফোন করো, তোমার জন্য নগ্ন হব’ : পুনম পাণ্ডে

এই কনট্র্যাক্ট থেকে বেরিয়ে আসার পরেই পুনমের জীবনে মাথার ওপে ছাদ ভেঙে পড়ে। রাজের অনুমতিতে পুনমের ব্যক্তিগত নম্বর ফাঁস করে দেয় ওয়েবসাইটে আর নিচে লিখে দেয়, ‘আমায় ফোন কর, তোমার জন্য নগ্ন হব। এরপরেই অভিনেত্রীর ফোনে হাজার হাজার ফোন ঢুকতে থাকে। শুধু ভারত নয় সারা বিশ্ব থেকে ফোন আসতে শুরু করে, এমনকি নানান থ্রেট মেসেজও পেতে শুরু করেন অভিনেত্রী। এরপর সেই বছর বম্বে হাইকোর্টে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। রাজের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং টাকা চুরির অভিযোগ এনেছিলেন তিনি।

কিন্তু রাজের গ্রেফতারির পর পুনমের সাথে আরো ভয়ঙ্কর কান্ড করে রাজের সংস্থা। রাজের লোকেরা অভিনেত্রীর নানান কটুক্তি ব্যক্তিগত ছবি ও নথি ফাঁস করে দেয়। এরপর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। তিনি এরপর বলেন অনেকে তাঁকে পর্ন ভিডিও পাঠাতে শুরু করেন। কিছু একটা তাঁর সাথে খারাপ হবে এই ভেবে তিনি বাড়িও ছেড়ে দেন। এরপর অভিনেত্রী আরো বলেন, তাঁর আইনজীবী এ বিষয়ে মুখ খুলতে বারণ করেন।

Poonam Pandey: ‘ফোন করো, তোমার জন্য নগ্ন হব’ : পুনম পাণ্ডে

তিনি বলেন, মানুষ তাঁকে চেনে। তাঁর সাথেই যদি রাজ এমনটা করতে পারে তাহলে বাকি সাধারণ মেয়েদের সঙ্গে ও অভিনেত্রী কি করছে সেটি তাঁকে ভাবাচ্ছে। সব মেয়েদের উদ্দেশ্যে বললেন সকলকে প্রতিবাদ করতে। যদি এরকম কিছু অন্যদের সাথে হয় সকলে এখন আওয়াজ তুলুক। গত জুলাইতে সুশান্তের মৃত্যুতে বলিউডের মাদল কান্ড সামনে আসে এবছর জুলাইতে এল শিল্পপতি রাজের পর্নোগ্রাফি কাণ্ড। ফের বলিউড আবার অন্ধকারের দিকে।