Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪ বছর ধরে সহ্য করেছেন স্বামীর নির্যাতন, মুখ খুললেন পুনাম পান্ডে

Updated :  Thursday, March 3, 2022 1:17 PM

গতবছর পুনাম পান্ডের ব্যক্তিগত জীবন উঠে এসেছিল লাইমলাইটে। তার জীবন নিয়ে আলোচনা চলছিল ভালোই। তবে সম্প্রতি শুরু হয়েছে কঙ্গনার ‘লক-আপ’। সেখানেই একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন পুনাম পান্ডে। তিনি বিনোদন জগতের পরিচিত মুখ। আগেই বলা হয়েছিল ‘লক-আপ’ রিয়্যালিটি শোতে উপস্থিত থাকবেন একাধিক বিতর্কিত তারকারা। তাদের মধ্যে পুনাম পান্ডে অন্যতম, তা আর বলার অপেক্ষা রাখে না। এই রিয়েলিটি শোতে এসেই পুনাম পান্ডে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গোপন তথ্য জানিয়েছেন।

সম্প্রতি তার কথা থেকে জানা গিয়েছে গত ৪ বছর ধরে তিনি রীতিমতো নির্যাতনের শিকার হয়েছিলেন। নিজের বাড়িতে স্বাধীনভাবে বসার কিংবা চলাফেরা করার স্বাধীনতা পর্যন্ত তার ছিল না। কুকুরের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তার উপর রীতিমত আঘাত আনা হয়েছে। একটা সময় তাকে এত জোরে আঘাত করা হয়েছিল যে তার ব্রেন হেমারেজ হয়ে গিয়েছিল। নিজের মোবাইল ফোন ব্যবহার করার কিংবা কারোর সাথে কথা বলার বা যোগাযোগ করার অনুমতি তার কাছে ছিল না।

সম্প্রতি এই লক-আপে উপস্থিত করণবীর ভোহরার সাথে কথা বলতে গিয়ে এই সমস্ত ব্যক্তিগত গোপন কথা প্রকাশ করেছেন তিনি। এমনকি তিনি এও জানিয়েছেন, নিজের শরীরের আঘাতের চিহ্ন বাইরের সমাজের কাছে লুকোতে মেকাপ ব্যবহার করতেন। তার উপর হওয়া নির্যাতনের কথা তিনি এই ৪ বছর কাউকে জানতে দেননি। সম্প্রতি সেই সমস্ত কথাই উঠে এসেছে সকলের সামনে। এবার কঙ্গনার লক-আপে অত্যাচারী খেলায় মেতে উঠবেন পুনাম পান্ডে। তারই একটি প্রমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি নিজেই সেই প্রোমো শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ওয়েব প্ল্যাটফর্ম এলটি বালাজি ও এমএক্স প্লেয়ারে ফ্রী অফ কস্টে দেখা যাবে এই শো।

Video