Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হনিমুনে গিয়ে স্বামীকে জেলে পাঠালেন পুনম পান্ডে, ফিরে এসে আবার প্রেমে মজলেন দম্পতি

Updated :  Monday, September 28, 2020 1:09 PM

নাটক নাটক নাটক…আজ্ঞে হ্যাঁ, মডেল অভিনেত্রী পুনম পান্ডের জীবন বরাবরই নাটকের মোড়কে ঢাকা। যখন তখন যেকোনো উদ্ভট কাজ করে খবরের কাগজের শিরোনামে এসেছেন। যেকোনো সময় যেকোনো ছবি পোস্ট করে চর্চায় থেকেছেন ‘নসা’ মুভির পুনম। এবারও পুনম চর্চায় এসেছেন। লক ডাউনের মধ্যে আচমকা বিয়ে করে নিলেন পার্সোনাল ফটোগ্রাফার প্রেমিক সাম বোম্বেকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ঘটা করে পোস্ট করেন।

হনিমুনে গিয়ে স্বামীকে জেলে পাঠালেন পুনম পান্ডে, ফিরে এসে আবার প্রেমে মজলেন দম্পতি

বিয়ের কয়েকদিন পর স্বামীর হাত ধরে চলে গেলেন মধুচন্দ্রিমায়।

হনিমুনে গিয়ে স্বামীকে জেলে পাঠালেন পুনম পান্ডে, ফিরে এসে আবার প্রেমে মজলেন দম্পতি

নাটকের তৃতীয় পর্বে দেখা গেল স্বামী সাম বোম্বে গোয়ার জেলের ঘানি টানছেন। পুনম পাণ্ডের কথায়, স্বামী সাম বোম্বে তাঁকে চুল ধরে পিটিয়েছেন, তাঁর ঘাড়ের উপর উঠে তাঁকে নির্যাতন করেছেন এবং অশালীন মন্তব্য করেছেন। একটুও সময় নষ্ট না করে অভিনেত্রী গোয়ার থানায় সাম বোম্বের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। সাম বোম্বে রাগের চটে সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেন। কিন্তু পুনম কোন ছবি ডিলিট করেননি।

 

View this post on Instagram

 

Having the best honeymoon 🙂

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

পরবর্তী নাটকের পর্ব শুনলে আপনার চোখ কপালে উঠবে। সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন সাম বোম্বে। মোটা টাকার বন্ড দিয়ে মুক্তি পেয়েছেন সাম। আর ফিরেই স্ত্রীর প্রেমে গদগদ সাম নিজের ইন্সটাগ্রামে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেন। পুনমের কথায়, আমি আসলে স্যামকে খুব ভালবাসি৷ আমার ও স্যামের মধ্যে মারাত্মক প্রেম৷ যেইটুকু মনোমালিন্য ছিল, সেগুলো দূর করার চেষ্টা করছি৷ অনেকটা মিটিয়েও ফেলেছি৷

 

View this post on Instagram

 

A post shared by Sam Bombay (@sambombay) on

আপাতত সমাপ্তি…