বর্তমানে বলিউডে অভিনেত্রীদের মধ্যে এই মুহূর্তে একজন অন্যতম অভিনেত্রী হয়ে উঠেছেন পুনম পান্ডে। তার প্রত্যেকটি ছবি এতটাই বেশি জনপ্রিয় হচ্ছে যে, বর্তমান দিনে বলিউড দুনিয়ায় তিনি একজন বড় অভিনেত্রীর তকমা পাচ্ছেন। কিছুদিন আগেই লকআপ অনুষ্ঠানেও গিয়েছিলেন অভিনেত্রী পুনম পান্ডে। তিনি যখনই নিজের কোন ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তখনই তিনি হয়ে ওঠেন টক অফ দা টাউন। তার প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ঝলক দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কিছুদিন আগেই তাকে স্পট করা হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে এবং সেখানে তিনি পাপারাজ্জিদের সামনে দারুন ভঙ্গিমায় পোজ দিয়েছিলেন। এই সমস্ত পোস্ট হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। পুনমকে এইভবে দেখে অনেকেই গিয়েছিলেন চমকে।
এই সমস্ত ছবিগুলি ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়। এই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রীর এই লুক দেখে সকলে একেবারে চমকে যান। এই দিন অভিনেত্রী পড়েছিলেন একটি সাদা শার্ট এবং একটি সাদা প্যান্ট। তার সাথেই তার পরনে ছিল একটি কালো রংয়ের ব্রালেট। এই পোশাক তিনি দারুন কনফিডেন্সের সাথে ক্যারি করেছিলেন এবং তার এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ওঠে মুহূর্তেই।
শার্টের বোতাম খুলে পুনম পান্ডে এই সমস্ত ছবির জন্য পোজ দিয়েছিলেন এবং ছবিগুলি হয়ে উঠেছিল জনপ্রিয়। সকলেই এই ছবি দেখে অনেক কমেন্ট করেছেন এবং ছবিগুলি একই সাথে হয়েছে ভাইরাল। অনেকেই এই সমস্ত ছবি পছন্দ করেছেন এবং তারা অভিনেত্রীর এই বোল্ড লোক দেখে একেবারে অবাক হয়ে গেছেন। তবে আবার অনেকেই এই সমস্ত ছবি খুব একটা পছন্দ করেননি। তাদের কাছে এই ছবি হয়তো খুব একটা ভালো ছবি নয়। কারণ এয়ারপোর্ট এর মত একটি জায়গায় এরকম ভাবে ছবি তোলার বিষয়টি তাদের কাছে খুব একটা আকর্ষণীয় লাগেনি।
View this post on Instagram














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside