Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ishani Das: চুপি চুপি বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশানি

Updated :  Monday, November 29, 2021 4:48 AM

২০২১ সালে টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। একের পর এক তারকা নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বেঁধেছেন। নভেম্বর শেষের পথে ফের বিয়ের মরশুম বিনোদন জগৎ। এবার চুপিসাড়ে বিয়ের পর্ব সেরে ফেললেন বাংলা টেলিভিশনে পরিচিত মুখ ঈশানি দাস। 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘবন্দি খেলা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঈশানি। হ্যাঁ, ছোটপর্দার যাকে আমরা রায়া নামে জানি। এবার বাস্তবেই নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন সকলের প্রিয় রায়া। বিয়ের দিন লাল বেনারসি, মাথায় লাল ওড়না- একদম সাবেকি বাঙালি সাকে নববধূ ঈশানি। এদিন নিজের বিয়ের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। লেখেন- ‘না রিল নয়, এবার রিয়েলে বিয়েটা সেরেই ফেললাম’। এরপরেই ঈশানির পোস্টে উপচে পড়ছে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।

Ishani Das: চুপি চুপি বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশানি

তবে প্রশ্ন হচ্ছে রায়ার মনের মানুষের নাম কী? জানা গিয়েছে, পাত্রের নাম হল প্রণবেন্দু। ভালোবেসেই বিয়ে করলেন দুজনে। প্রণবেন্দু অভিনয় জগতের সাথে যুক্ত নন। ইনি পেশায় ভিডিয়ো ক্রিয়েটার। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গত ১৪ই নভেম্বর বাড়ির আত্মীয়ের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছেন ঈশানি আর প্রণবেন্দু। প্রায় দু-সপ্তাহ পর এই গুড নিউজটা জানালেন ঈশানি। 

Ishani Das: চুপি চুপি বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশানি

রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘ বন্দি খেলা’য় অভিনয় করেছিলেন ঈশানি ওরফে রায়া। তবে এই ধারাবাহিল শেষ হয়ে যাওয়ার পর আর টেলিভিশনে দেখা মেলেনি তাঁর। অবশ্য এরপর হইচইয়ের ‘পাপ’ ওয়েব সিরিজে ঈশানি অভিনয় করেছিলেন। মাস কয়েক আগে জিঘাংসা বলে এক সিরিজেও অভিনয় করেছেন ঈশানি। আপাতত এই অভিনেত্রী কাজ থেকে ছুটিতে আছেন। এখন এই অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় ভক্তরা। 

Ishani Das: চুপি চুপি বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশানি

ভারতবার্তার টিমের পক্ষ থেকে অভিনেত্রী ঈশানি দাসের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।