বেশ কয়েকদিন ধরেই কলকাতা শহর ও সংলগ্ন এলাকার আকাশের মুখ ভার দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘের আনাগোনা রয়েছে শহরের আকাশে। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রয়েছে গুমোট ভাব। তবে এই অস্বস্তি থেকে আর কিছুক্ষণের মধ্যেই রেহাই পেতে পারে শহরবাসী। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে শহরবাসীর জন্য। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মন্তব্য করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজ বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ইত্যাদি জায়গায় বৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি গতকাল বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে। তবে কলকাতায় এখনো বৃষ্টি সেই অধরাই। তবে হাওয়া অফিস অনুযায়ী খুব শীঘ্রই কলকাতার মাটি ভিজবে বৃষ্টিতে।