Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টাকা ডবল স্কিম আনলো পোস্ট অফিস! ১ হাজার টাকার লগ্নিতে পান ২ হাজার টাকা, জানুন বিস্তারিত

Updated :  Monday, July 24, 2023 6:57 PM

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। আর এই ঝুঁকিহীন বিনিয়োগ করার সুযোগ দেয় পোস্ট অফিস। এই ভারতীয় পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্পের প্ল্যান রয়েছে যার মধ্যে KVP অর্থাৎ কিষান বিকাশ পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতীয় পোষ্টের এই নতুন সঞ্চয় প্রকল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি শুধুমাত্র কৃষকদের জন্য সীমাবদ্ধ। তবে কৃষক ছাড়াও অনেকেই এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন। এই স্কিমে কিষান বিকাশ পত্র শংসাপত্র কিনে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হবে ১০০০ টাকা। এই স্কিমে বিনিয়োগের তেমন কোন উর্ধ্বসীমা নেই। তবে আপনি যদি এই স্কিমের জন্য ৫০ হাজার টাকার বেশি জমা দিতে চান, তাহলে আপনাকে প্যান কার্ড বিবরণ দিতে হবে।

কত সুদ পাওয়া যাবে এই কিষান বিকাশ পত্রের অধীনে? জানি রাখি, এই স্কিমে আপনি আপনার আমানতের উপর ৬.৯ শতাংশ সুদ পাবেন। তবে এই সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হবে। আপনার টাকা জমা দেওয়ার ১০ বছর ৪ মাসের মধ্যে তা দ্বিগুণ হয়ে যাবে। ১৮ বছর বা তার বেশি বয়সে যেকোনো নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে এই প্রকল্পের মেয়াদ ১২৪ মাস। যদি কেউ কেনার এক বছরের মধ্যে স্কিমটি ফেরত দেয় তবে সে কোনো সুদের সুবিধা পাবে না।

আপনি যদি এই কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করতে চান তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। সেখানে জমার রশিদ দিয়ে আবেদন পূরণ করুন। এছাড়া নগদ, চেক ডিমান্ড বা ড্রাফের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ জমা দিন। আবেদনের সাথে পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে জমা দিন। এরপর আবেদন এবং অর্থ জমা দেওয়ার পর আপনি কিষান বিকাশ পত্র বিনিয়োগের শংসাপত্র পাবেন।