সঞ্চয়ের সঙ্গে যদি প্রতি মাসে নিশ্চিত আয় পাওয়া যায়, তবে আর্থিক নিরাপত্তা অনেকটাই বাড়ে। সাধারণ মানুষের জন্য ভারতীয় ডাকঘর সেই সুযোগই করে দিয়েছে ডাকঘর মাসিক আয় প্রকল্প (Post Office Monthly Income Scheme বা MIS)–এর মাধ্যমে। দীর্ঘদিন ধরেই এই স্কিমটি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়। কারণ, এখানে মূলধন নিরাপদ থাকার পাশাপাশি নিয়মিত সুদের টাকা প্রত্যেক মাসে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যায়।
কীভাবে কাজ করে এই স্কিম?
ডাকঘরের মাসিক আয় প্রকল্পে (MIS) ৭.৪ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হয়। এর মানে, জমাকৃত অর্থের উপর হিসেব করে প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগকারীর ব্যাংক বা ডাকঘর সঞ্চয় অ্যাকাউন্টে জমা হয়। মাত্র ১,০০০ টাকা দিয়েই এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা সম্ভব। ব্যক্তিগত অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে তিন জন মিলে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করার সুবিধা রয়েছে।
উদাহরণস্বরূপ আয়ের হিসাব
যদি কেউ এই স্কিমে ১ লক্ষ টাকা জমা করেন, তাহলে বর্তমান সুদের হারে (৭.৪%) তিনি প্রতি মাসে প্রায় ৬৩৩ টাকা পাবেন। পাঁচ বছরে মোট সুদের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৭,৯৮০ টাকা। এর পাশাপাশি মেয়াদপূর্তিতে সম্পূর্ণ ১ লক্ষ টাকার মূলধনও ফেরত দেওয়া হবে। ফলে এই স্কিম বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত আয়ের সুযোগ করে দেয়।
কারা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট?
ডাকঘরের মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করতে হলে প্রথমে একটি সঞ্চয় অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এই অ্যাকাউন্টের মাধ্যমেই MIS খোলা যায়। প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে বিনিয়োগকারীরা চাইলে টাকা তুলতে পারেন বা পুনরায় এই স্কিমে জমা রাখতে পারেন। সরকার পরিচালিত হওয়ায় এই প্রকল্প সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হয়।
কেন MIS জনপ্রিয়?
যাঁরা ঝুঁকি নিতে চান না এবং নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা খোঁজেন, তাঁদের কাছে এই স্কিম বিশেষভাবে কার্যকর। অবসরপ্রাপ্ত ব্যক্তি, গৃহিণী কিংবা যারা মাসিক আয়ের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য বিকল্প। মূলধন অক্ষত থাকার পাশাপাশি, অতিরিক্ত আয় হওয়ায় পরিবারের খরচ সামলাতেও সহায়ক হয়।













