Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Post Office MIS Scheme: বড় সুখবর! নতুন সুদের হারে এবার প্রতি মাসে মিলবে ১১ হাজার টাকা ইনকাম. জানুন বিস্তারিত

Updated :  Saturday, September 13, 2025 10:18 AM
Post Office SSY Scheme

প্রতিমাসে নির্দিষ্ট আয় পাওয়ার সহজ উপায় খুঁজছেন? অবসরপ্রাপ্ত ব্যক্তি হোন কিংবা গৃহিণী—সবার জন্যই ভরসার জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (MIS)। সরকারি গ্যারান্টি থাকায় এই প্রকল্পে ঝুঁকি নেই বললেই চলে। আর তাই গ্রাম থেকে শহর—সব জায়গাতেই MIS এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

কী এই মাসিক আয় প্রকল্প?

পোস্ট অফিস এমআইএস এমন একটি আমানত স্কিম যেখানে এককালীন টাকা জমা রেখে প্রতি মাসে সুদ আকারে নির্দিষ্ট আয় পাওয়া যায়। মেয়াদ পাঁচ বছর, শেষে মূলধন ফেরত দেওয়া হয়। ন্যূনতম বিনিয়োগ মাত্র ১,০০০ টাকা হওয়ায় সাধারণ মানুষও সহজেই এই প্রকল্পে যুক্ত হতে পারেন।

বর্তমান সুদের হার

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট অফিস এমআইএস-এ বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদ মাসে ভাগ করে সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। তবে মনে রাখতে হবে, সরকার প্রতি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করতে পারে। তাই বিনিয়োগের আগে বর্তমান হার জেনে নেওয়া জরুরি।

১১ হাজার টাকা পেতে হলে কত বিনিয়োগ দরকার?

অনেকে জানতে চান, প্রতি মাসে ১১,000 টাকা পেতে হলে কতটা টাকা জমা রাখতে হবে। হিসেব বলছে, ৭.৪ শতাংশ হারে বছরে ১,৩২,০০০ টাকা আয় করতে প্রায় ১৭.৮৪ লক্ষ টাকা বিনিয়োগ দরকার। কিন্তু MIS-এ এমনটা সম্ভব নয়। কারণ, একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যায়। ফলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে প্রায় ৯,২৫০ টাকার মতো সুদ পাওয়া যাবে।

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন। একক, যৌথ কিংবা নাবালকের নামে অভিভাবক—সব ধরনের সুবিধাই রয়েছে। প্রয়োজন কেবল আধার কার্ড, প্যান কার্ড এবং ছবি সহ কয়েকটি কাগজপত্র জমা করা। পোস্ট অফিসে সহজ ফর্ম পূরণ করলেই অ্যাকাউন্ট খোলা যায়। গ্রামীণ এলাকায়ও এটি ঝামেলাহীনভাবে পাওয়া যায়।

কেন বিনিয়োগ করবেন এমআইএস-এ?

এই প্রকল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য নিরাপত্তা। ব্যাংক বা বাজারের ওঠানামায় এর কোনও প্রভাব পড়ে না। অবসরপ্রাপ্তরা মাসিক খরচের নিশ্চয়তা পান। আবার পাঁচ বছর পরে সম্পূর্ণ মূলধন ফেরত মেলে, যা ভবিষ্যতের জন্যও সুরক্ষিত সঞ্চয় হিসেবে কাজ করে।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প তাঁদের জন্যই কার্যকরী, যাঁরা ঝুঁকি ছাড়াই মাসিক আয়ের নিশ্চয়তা চান। যদিও ১১ হাজার টাকার আয় এখানে সম্ভব নয়, তবু সর্বোচ্চ সীমার মধ্যে বিনিয়োগ করলে ৯ হাজার টাকারও বেশি মাসিক আয় পাওয়া যায়। সরকারি গ্যারান্টি ও নিরাপত্তার কারণে এই প্রকল্প আজও বহু মানুষের কাছে অন্যতম নির্ভরযোগ্য সঞ্চয় মাধ্যম।