পোস্ট অফিস সাধারণ থেকে নিম্নবিত্ত সকলের জন্যই মজুদ রেখেছে একাধিক চমৎকার প্রকল্প। এই সবকটি প্রকল্পই যে বেশ নিরাপদ, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এবার এই নিবন্ধের সূত্র ধরে পোস্ট অফিসের আরো এক প্রকল্প প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
‘ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম’ ৫ বছরের একটি বিনিয়োগ প্রকল্প। অল্প বিনিয়োগেই এই প্রকল্পের গ্রাহক হওয়া সম্ভব। এই প্রকল্পে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ১০০০ টাকা। যে কেউ এই বিনিয়োগ প্রকল্পের গ্রাহক হতে পারেন। এনএসসি-র গ্রাহকরা বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদ পাবেন। এই বিনিয়োগ প্রকল্পের অধীনে ৮০সি অনুযায়ী কর ছাড়ের সুবিধাও পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, নাবালক কিংবা নাবালিকা এই প্রকল্পের গ্রাহক হতে পারেন। সেক্ষেত্রে তাদের পাশাপাশি নমিনি হিসাবে তাদের বাবা অথবা মায়ের নাম থাকা আবশ্যিক।
এই মুহূর্তে পোস্ট অফিস অনুযায়ী এনএসসি স্কিমে রিটার্ন দেওয়া হচ্ছে ৭.৭ শতাংশ। বার্ষিক ভিত্তিতেই এই রিটার্নের পরিমাণ গণনা করা হয়ে থাকে। তবে রিটার্ন দেওয়ার সময়ই সেই পরিমাণ চূড়ান্ত করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোন ব্যক্তি যদি পাঁচ বছরে ১০,০০০ টাকা জমান তবে তিনি রিটার্নে ১০ হাজারের পাশাপাশি ৪,৪৯০ টাকা পাবেন অর্থাৎ তিনি মোট ১৪,৪৯০ টাকা হাতে পাবেন।
এই বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে যখন তখন মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। যদি বিনিয়োগকারী মারা যান সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। আদালতের তরফ থেকে তেমনি নির্দেশ বহাল রয়েছে। বিনিয়োগকারী মারা যাওয়ার পরেও যদি কেউ অ্যাকাউন্ট বন্ধ না করেন তাহলে, নির্দিষ্ট কর্মকর্তাদের কাছে সেই অ্যাকাউন্ট বন্ধক রাখতে হবে। ন্যাশনাল সেভিংস ট্রান্সফার অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য রয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের গ্রাহকদের ৩০’শে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। যারা এখনো পর্যন্ত এই কাজ করে উঠতে পারেননি, অক্টোবর মাসের শুরু থেকেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।














