Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আপনার স্ত্রীর নামে ২ লক্ষ টাকা জমা করলে আপনি কত রিটার্ন পাবেন? পুরো হিসাব বুঝুন

Updated :  Tuesday, June 17, 2025 9:43 AM
post office scheme

দেশের আর্থিক বাজারে সুদের হার কমার প্রবণতার মধ্যেই অনেকেই চিন্তায় পড়েছেন তাঁদের সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে। ঠিক তখনই নতুন আলো দেখাচ্ছে ডাকঘরের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং টাইম ডিপোজিট (TD) স্কিম। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD) তুলনায় এই স্কিমগুলি এখন আরও লাভজনক, নিরাপদ এবং স্থিতিশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একাধিকবার রেপো রেট কমিয়েছে। ৬.৫০ শতাংশ থেকে কমিয়ে ৬.০০ শতাংশে নামিয়ে আনা হয়েছে রেট, যার প্রভাব পড়েছে ব্যাঙ্কগুলির FD সুদের হারে। ফলে অনেক সঞ্চয়কারীই ব্যাঙ্কের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন।

এই অবস্থায় ডাকঘরের ছোট সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে PPF ও TD। দু’টি স্কিমই সরাসরি ভারত সরকারের গ্যারান্টিযুক্ত, তাই ঝুঁকি কার্যত শূন্য। PPF-এ বার্ষিক ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে, যা বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে গণনা করা হয়। একজন নাগরিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ পর্যন্ত এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। স্বামী ও স্ত্রীর নামে পৃথকভাবে দুটি PPF অ্যাকাউন্ট খোলা গেলে পরিবারপিছু বিনিয়োগের অঙ্ক ও সুদের লাভ দ্বিগুণ হতে পারে।

টাইম ডিপোজিট স্কিমেও সুদের হার যথেষ্ট আকর্ষণীয়। এক বছরের TD-তে ৬.৯০ শতাংশ, দুই বছরে ৭.০০ শতাংশ, তিন বছরে ৭.১০ শতাংশ এবং পাঁচ বছরের ক্ষেত্রে সুদের হার ৭.৫০ শতাংশ পর্যন্ত রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কেউ ২ লক্ষ টাকা ২ বছরের TD-তে বিনিয়োগ করেন, তবে মেয়াদপূর্তিতে তাঁর মোট রিটার্ন হবে ২,২৯,৭৭৬ — অর্থাৎ ২৯,৭৭৬ অতিরিক্ত সুদ।

এই স্কিমগুলির অন্যতম বড় সুবিধা হল, প্রতি ত্রৈমাসিকে সরকার এই ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পুনর্বিবেচনা করে। ফলে বাজার পরিস্থিতি অনুযায়ী এগুলির প্রতিযোগিতামূলকতা বজায় থাকে।