Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র 4000 জমিয়ে পান 45,459 গ্যারান্টি রিটার্ন, জানুন পোস্ট অফিসের এই নতুন স্কিম সমন্ধে – Post Office Scheme

Updated :  Thursday, September 4, 2025 9:07 AM
post office scheme

প্রতিমাসে সামান্য টাকা জমিয়েই গড়ে তোলা যায় একটি নির্ভরযোগ্য সঞ্চয়। ডাকঘরের রিকরিং ডিপোজিট (RD) স্কিম সেই সুযোগই দিচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের।

নিরাপদ বিনিয়োগের সুযোগ

ভারতে ডাকঘর দীর্ঘদিন ধরেই ছোট সঞ্চয়ের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এর বিভিন্ন Small Savings Scheme-এর মধ্যে Recurring Deposit (RD) স্কিম বেশ জনপ্রিয়। কারণ এখানে নির্দিষ্ট সময় অন্তর সমান টাকা জমা রেখে নিশ্চিত সুদসহ পরবর্তী সময়ে একটি মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। যেহেতু এই স্কিমটি সম্পূর্ণরূপে ভারত সরকারের অধীনে পরিচালিত, তাই বাজার ঝুঁকির কোনও ভয় নেই।

কিভাবে কাজ করে এই স্কিম?

ডাকঘরের RD একটি পাঁচ বছরের ডিপোজিট প্ল্যান। অর্থাৎ, আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা করবেন, যা মেয়াদ পূর্ণ হলে সুদসহ ফেরত পাবেন। বর্তমানে এই স্কিমে বার্ষিক সুদের হার ৬.৭% (quarterly compounded) নির্ধারিত আছে। প্রতি তিন মাস অন্তর এই সুদ হিসেব করা হয় এবং মেয়াদের শেষে মোট টাকার সঙ্গে যোগ হয়।

৪,০০০ টাকার মাসিক জমায় কত ফেরত?

ধরা যাক, একজন বিনিয়োগকারী প্রতি মাসে ৪,০০০ জমা করছেন। এক বছরে তাঁর মোট জমা হবে ৪৮,০০০। মেয়াদ শেষে সুদ যোগ হয়ে তিনি পাবেন প্রায় ৪৫,৪৫৯ টাকা। অর্থাৎ, নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি এখানে নিশ্চিতভাবে বাড়ছে টাকার অঙ্ক।

কেন বিনিয়োগ করবেন এই স্কিমে?

ডাকঘরের RD স্কিম মূলত তাঁদের জন্য উপযুক্ত—

  • যারা নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ খুঁজছেন।

  • যাঁদের মাসিক আয়ের মধ্যে থেকে অল্প টাকা সঞ্চয় সম্ভব।

  • যারা বাজার-ভিত্তিক ঝুঁকি নিতে চান না।

  • যারা নিশ্চিত রিটার্নের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা চান।

এই স্কিমের সবচেয়ে বড় শক্তি হলো Government-backed security, যা অন্য যে কোনও বাজার-নির্ভর বিনিয়োগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। একটি সঞ্চয় তখনই কার্যকরী হয় যখন সেটি নিয়মিত ও নিরাপদ হয়। ডাকঘরের RD সেই সুযোগ তৈরি করছে সাধারণ নাগরিকদের জন্য। মাসে মাত্র ₹৪,০০০ জমিয়েই কয়েক বছরের মধ্যে তৈরি করা যায় একটি সুরক্ষিত আর্থিক ভরসা। তাই দীর্ঘমেয়াদে ঝুঁকিমুক্ত রিটার্ন খুঁজছেন? ডাকঘরের RD স্কিম হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ।