মাধ্যমিক পাশ হলেই পাবেন ডাক বিভাগের এই চাকরি, মাসিক বেতন হতে পারে ১ লাখের বেশি
ভারতীয় ডাক বিভাগের কলকাতায় টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ চলছে
আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। ভারতীয় ডাক বিভাগ প্রচুর শূন্যপদ প্রকাশ করেছে। পোস্ট অফিসে পোস্টম্যান, মেল গার্ড সহ একাধিক পদে নিয়োগ করা হবে। কি করে আবেদন করতে হবে এবং কারা এই চাকরি পাবেন জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ডাক বিভাগ প্রায় ১ লাখ শূন্যপদে নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। দেশের মোট ২৩ টি সার্কেলে ৯৮ হাজার ৮৩ জন কর্মী নিযুক্ত হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখনই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in এ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারেন। সম্প্রতি শুধুমাত্র ভারতীয় ডাক বিভাগের কলকাতার জন্য একটি টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই আবেদন জানানো যাবে। এই চাকরির জন্য যোগ্যতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনেই।
কলকাতা ডাক বিভাগের টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাস করা হওয়া প্রয়োজন। এছাড়া মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্স থাকলেও প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যাদের যন্ত্রাংশ তৈরি ও সারাইয়ের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে। এই পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ২২ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
এবার একটাই প্রশ্ন এই কলকাতা ডাক বিভাগের টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মীদের বেতন কত? জানা গিয়েছে, ভারতীয় ডাক বিভাগ এই টেকনিক্যাল সুপারভাইজার পদে যাদের নিয়োগ করছেন তাদের প্রতি মাসে বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন। বেতনের পাশাপাশি আরো অন্যান্য সরকারি সুবিধা পাবেন এই কর্মীরা। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে অথবা স্পিড পোস্ট বা নিবন্ধিত পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।