ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office savings account: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারী মারা গেলে, কি হবে সেই অ্যাকাউন্টে থাকা টাকার? জানুন কিভাবে করবেন দাবী

যদি একাউন্টের একাউন্টধারী মারা যান তাহলে তার একাউন্টে থাকার টাকা দাবি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে

Advertisement

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ছোট শহরের এবং নিম্ন আয়ের মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি সঞ্চয়ের মাধ্যম। আপনিও পোস্ট অফিসে একটি নিরাপদ সঞ্চয় একাউন্ট খুলতে পারেন এবং যেকোনো ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এর মত কাজ করে এই ধরনের ব্যাংক একাউন্ট। কিন্তু একজন অ্যাকাউন্ট হারিয়ে মারা গেলে তার একাউন্টে থাকা টাকার কি হবে? পোস্ট অফিস আপনাকে এমন পরিস্থিতিতে একাউন্টের সমস্ত সমস্যার সমাধান করার বিকল্প দিয়ে থাকে। কিন্তু সেই সমস্যা সমাধান করা এতটা সহজ কাজ নয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই টাকা দাবি করতে পারবেন।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, টাকার দাবি গ্রহণ করার ক্ষেত্রে দুটি পরিস্থিতি আপনার কাছে থাকবে। যদি তার একাউন্টে নমিনি থাকে, তাহলে পদ্ধতিটা খুব একটা কঠিন নয়। সহজভাবেই সেই নমিনি বা মনোনীত ব্যক্তি গিয়ে টাকা দাবি করতে পারেন পোস্ট অফিসে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে তখন যদি একাউন্টে নমিনির না থাকে। চলুন এই দুই পরিস্থিতিতে আপনাদের কি কি করতে হবে জেনে নেওয়া যাক।

প্রথমত, যদি ওই একাউন্টে নমিনেশন থাকে তাহলে নমিনি, ডেথ সার্টিফিকেট সহ টাকা ক্লেম করার ফর্ম জমা দিয়ে টাকা দাবি করতে পারেন। তবে যদি একাউন্টে কোন নমিনি না থাকে, তাহলে আইনগত উত্তরাধিকারীদের মধ্যে যেকোনো একজনকে টাকা ক্লেম করতে হবে। সে ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে। আপনাকে আগে আদালত থেকে হলফনামায় আইনগত উত্তরাধিকার প্রমাণ করতে হবে। তারপর সেই প্রমাণ করা নথি টাকা ক্লেম করার ফর্মের সাথে আপনাকে জমা করতে হবে। তবে টাকা যদি সর্বাধিক এক লক্ষ হয়, তাহলেই কিন্তু এই রকম নমিনেশন কাজ করবে। যদি এর থেকে বেশি হয় তাহলে আপনাকে উইলের প্রবেট বা উত্তরাধিকার শংসাপত্র জমা করতে হবে। উত্তরাধিকার শংসাপত্র অথবা উইল আপনাকে আদালত থেকে করাতে হবে। আর সেই পদ্ধতিটা খুব একটা সহজ হবে না।

Related Articles

Back to top button