Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাপক সুযোগ দিচ্ছে Post Office, এই স্কিমে কয়েক মাসেই টাকা হবে ডবল, এক্ষুনি করুন বিনিয়োগ

Updated :  Friday, August 11, 2023 1:24 PM

টাকা দ্বিগুন করতে কে না ভালোবাসে। আপনিও যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি আপনার নিজের জমানো অর্থ থেকে আরও বেশি পরিমাণ লাভ পেতে পারবেন। এই প্রকল্পের মূল বিশেষত্ব হলো ১১৫ মাসের মধ্যে আপনার টাকা হয়ে যাবে একেবারে দ্বিগুণ। পোস্ট অফিসের বিনিয়োগ হওয়ায় এতে আপনার টাকা নিরাপদ থাকবে এবং সেইসাথে তা দ্বিগুণ হয়ে যাবে। এতে সরকার বিনিয়োগের ওপর ৭ শতাংশের বেশি সুদ দেবে। তাই এই স্কিম সকলের জন্য বেশ উপকারী হবে।

পোস্ট অফিসের এই স্কিমের নাম কিষান বিকাশ পত্র। এতে ১১৫ মাসে আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। তবে জানুয়ারিতে এই স্কিমের সময়কাল ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাসে করা হয়েছিল, কিন্তু এখন এর সময় আরও কমানো হয়েছে। এখন আপনার টাকা মাত্র ১১৫ জন্য বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগ করা অর্থের ওপর সরকার বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেবে।

কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী নাবালকের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিভাবক তার নিজের পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার সন্তান ১০ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি তার নামে স্থানান্তরিত হবে। এতে ১০০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা যাবে। তারপর ১০০ টাকা গুনে বিনিয়োগ হবে। এছাড়া এতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কারণ এতে আছে নমিনির সুবিধা। তাই টাকা ডবল করতে চাইলে আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন পোস্ট অফিসের KVP স্কিমে।