ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office এর এই স্কিমে ৮.২ শতাংশ সুদ, কয়েক মাসেই টাকা হবে ডাবল

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রবীণ নাগরিকদের জন্য বেশ ভালো একটি প্রকল্প

Advertisement
Advertisement

পোস্ট অফিস হলো সবার বিনিয়োগের সব থেকে ভালো জায়গা এবং সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্ট পোস্ট অফিসের সব থেকে ভালো প্রকল্প। এই প্রকল্পটি আপনাকে বার্ষিক ৮.২ শতাংশ সুদ দিতে পারে। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন এবং আপনার টাকা আপনি কোথাও বিনিয়োগ করতে চান তাহলে এখানে আপনি সহজেই বিনিয়োগ করতে পারেন এবং আপনার টাকা সুরক্ষিতভাবে রাখতেও পারেন। আজ আমরা পোস্ট অফিসের এই প্রকল্পের ব্যাপারেই আপনাকে জানাতে চলেছি।

Advertisement
Advertisement

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে আপনি মাত্র ১ হাজার টাকা দিয়ে একটি একাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পে আপনি সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং এই প্রকল্পে আপনি ৮.২ শতাংশ হারে বার্ষিক সুদ পেয়ে যাবেন। পাঁচ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হয় এসবিআই ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে। অর্থাৎ দেখতে গেলে এসবিআই এর ফিক্স ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ পেয়ে যাবেন আপনি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস একাউন্টে।

Advertisement

সব ব্যাংকের মেয়াদ পূর্তির মেয়াদ মোটামুটি পাঁচ বছর। তাই এই অ্যাকাউন্টেও আপনি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। তবে আপনি পাঁচ বছরের আগেও একাউন্ট বন্ধ করতে পারেন। তবে এটা করার জন্য কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। তার পাশাপাশি পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সবথেকে বড় বিষয়টা হলো এর অধীনে আপনি আয়কর আইন অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। আয়কর আইনের 80C ধারা অনুযায়ী আপনি ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ আপনাকে সুদের উপরে কিন্তু কর দিতে হবে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পের অধীনে আপনি প্রতি তিন মাস অন্তর সুদ পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের একাউন্ট যে কোন পোস্ট অফিসে আপনি খুলতে পারেন এবং ৬০ বছর বা তার বেশি বয়সের পরে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ৫৫ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম বয়সী ভিআরএস গ্রহণকারীরা এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ভলেন্টিয়ার রিটায়ার্মেন্টের সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়াও ৬০ বছরের কম বয়সী প্রতিরক্ষা অবসরপ্রাপ্তরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

যদি আপনি এই প্রকল্পে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি পাঁচ বছর পরে ১ লাখ ৫০ হাজার ৪৭১ টাকা পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পরে ৩ লক্ষ ৯৪৩ টাকা পেয়ে যাবেন।

Related Articles

Back to top button