সুবর্ণ সুযোগ! পোস্ট অফিসের ধামাকা স্কিমে ৫ বছরে পেয়ে যান ১৫ লক্ষ টাকা
৫ বছরে পান ১৫ লক্ষ টাকা! জেনে নিন নিন পোস্ট অফিসের স্কিম সম্পর্কে
নিজের টাকা বৃদ্ধি করতে আমরা সবাই চাই। আমরা সকলে চাই যে কোনও উপায়ে বেশি টাকা আমরা পেতে। সেই কারণেই আমরা খুঁজে যাই একের পর এক ভালো স্কিম। তবে হাতের সামনে ভালো স্কিম থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারিনা কোন স্কিমটি আমাদের জন্য লাভদায়ক। তবে আমরা আজ এই প্রতিবেদনে এমন স্কিম সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আপনাকে দেবে ৫ বছরে ১৫ লক্ষ টাকা। কী অবাক হচ্ছেন? মাত্র ৫ বছরে কী করে ১৫ লক্ষ টাকা পাবেন? সেই বিষয়ে ভাবছেন? সমস্ত উত্তর রয়েছে এই প্রতিবেদনেই। চলুন জানা যাক কী করে পাবেন ৫ বছরে ১৫ লক্ষ টাকা,
চালু হল পোস্টঅফিসের ধামাকা স্কিম! কে কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন ? বয়স হতে হবে ৬০ বছর, বা ৬০ বছরের উর্ধ্বে যে কেউ এই প্রকল্পের অন্তর্গত অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ এছাড়াও যাঁরা স্বেচ্ছাবসর নিয়েছেন তাঁরাও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা পাঁচ বথরে ম্যাচিউর হয়, এই প্রকল্পের অন্তর্গত কমপক্ষে ১,০০০ টাকা দিয়ে খুলতে হবে অ্যাকাউন্ট৷ প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরে সঞ্চয়ের পরিমাণ ১৪,২৮,৯৬৪ টাকা৷ মোট সুদ পাওয়া যাবে ৪,২৮,৯৬৪ টাকা৷
১০,০০০ টাকার বেশি সুদ হলেই টিডিএস কাটে, কিন্তু প্রবীণ নাগরিকদের এই প্রকল্পে আয়কর দিতে হবেনা৷ ৮০সির অন্তর্গত আয়করে ছাড় পাওয়া যাবে৷ সিনিয়র সিটিজেনদের জন্য ব্যক্তিগত ভাবে বা স্বামী-স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ সব কিছু মিলিয়ে ১৫ লক্ষ টাকার বেশি পাওয়া যাবেনা৷ অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করতে নমিনেশনের সুবিধা রয়েছে৷