Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Post Office Scheme: সবথেকে বেশি হারে পাবেন সুদ, পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগে শুধুই লাভ

Updated :  Sunday, May 12, 2024 12:24 PM

ঝুঁকিহীন বিনিয়োগ (Investment), নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে বহু মানুষেরই ভরসার জায়গা পোস্ট অফিসের স্কিম গুলি (Post Office Scheme)। পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করা অন্যত্র বিনিয়োগ করার থেকে অনেক বেশি সুবিধাজনক এবং সুরক্ষিতও বটে। তাই অনেক মানুষই বিনিয়োগের ক্ষেত্রে ভরসা করে থাকেন পোস্ট অফিসের স্কিমে। সাধারণ নাগরিকদের সঞ্চয়ের জন্য বেশশ কয়েকটি ছোট বড় প্রকল্প রয়েছে পোস্ট অফিসের। এই প্রতিবেদনে পোস্ট অফিসের কয়েকটি জনপ্রিয় স্কিম নিয়ে আলোচনা করা হল।

পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হল কিষান বিকাশ পত্র। বর্তমানে কিষান বিকাশ পত্রে পাওয়া যাচ্ছে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ। এই স্কিমে যদি কেউ টাকা বিনিয়োগ করে তবে ৯ বছর ৭ মাসে বিনিয়োগ করা অর্থ হয়ে যাবে দ্বিগুণ। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ সীমা কিছু নেই। উল্লেখ্য, কিষান বিকাশ পত্র স্কিমটি কেনা যেতে পারে ১০ মাসের জন্য। স্কিম ম্যাচিউর হওয়ার আগেই এটি ভেঙেও ফেলতে পারবেন গ্রাহক।

ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট স্কিমে এক বছরের জন্য ৬.৯ শতাংশ, দু বছরের জন্য ৭ শতাংশ, তিন বছরের জন্য ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। নূন্যতম ১০০ টাকা বিনিয়োগ করতে হয় এই স্কিমে। তবে এখানেও বিনিয়োগের কোনো ঊর্দ্ধসীমা নেই। উল্লেখ্য, এই স্কিমে একবার টাকা রাখলে ৬ মাসের আগে তা তুলতে পারবেন না গ্রাহক।

প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায় এই স্কিমে। নূন্যতম ১০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। তবে এই স্কিমেও ম্যাচিউরিটির আগে টাকা তোলার সুবিধা নেই। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই টাকা পাবেন গ্রাহক।