Post Office Scheme: প্রতি মাসে ৫০০ টাকা জমা করলে পোস্ট অফিসে ৫ বছরে কত টাকা পাবেন? জানুন বিনিয়োগের ব্যাপারে বিস্তারিত

বর্তমানে পোস্ট অফিস প্রকল্প হলো বিনিয়োগের একটা দারুণ মাধ্যম। এখানে বিনিয়োগ করতে গেলে আপনার কোন ঝুঁকি হবে না এবং আপনার কষ্ট করে অর্জন করা টাকা কোনভাবে অন্য হাতে চলে যাবে না। এখানে টাকা ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আপনি একসাথে ভালো সুদ পেয়ে যাবেন এই প্রকল্পে বিনিয়োগ করলে। এখনকার দিনে পোস্ট অফিস দেশের বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। পোস্ট অফিস প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বাড়তে শুরু করেছে। আপনিও যদি এরকমই একটি পোস্ট অফিস প্রকল্পে টাকা জমা করতে চান তাহলে এটাই কিন্তু আপনার জন্য সবথেকে সেরা সময়। আপনাকে অবশ্যই পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্পের ব্যাপারে জানতে হবে যদি আপনি এখানে বিনিয়োগ করতে চান। পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্পে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনি প্রতি মাসে ৩০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্প

পোস্ট অফিসের এই নতুন প্রকল্পে আপনাদের সকলের জন্য বিনিয়োগের সুবিধা দেওয়া হয়েছে। এখানে আপনারা এক বছরের জন্য বিনিয়োগে পেয়ে যাবেন ৬.৯ শতাংশ হারে সুদ এবং তিন বছরের জন্য পেয়ে যাবেন ৭.১ শতাংশ হারে সুদ। অন্যদিকে পাঁচ বছরের জন্য থাকছে ৭.৫ শতাংশ হারে সুদ। আপনারা এককভাবে বিনিয়োগ করতে পারেন এবং আপনারা যৌথ একাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে । অন্যদিকে দশ বছরের বেশি বয়সী শিশুর জন্য আপনি অভিভাবক হিসেবে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

প্রতি মাসে ৫০০ টাকা জমা করলে কত লাভ?

আপনি যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে জমা করেন তাহলে পাঁচ বছরের সময়কালের পর আপনি মোট ৩০ হাজার টাকা জমা করতে পারবেন। অর্থাৎ পাঁচ বছরের জন্য আপনি সুদ হিসেবে পেয়ে যাবেন ১৩,৪৯৮ টাকা। ফলে সবমিলিয়ে আপনারা টাইম ডিপোজিট প্রকল্পের মেয়াদ পূর্তির সময় পেয়ে যাবেন ৪৩ হাজার ৪৯৮ টাকা।