Ppf scheme: এই প্রকল্পটি শিশুদের জন্য হতে পারে কার্যকর, জেনে নিন এই প্রকল্পের দারুন কিছু বিশেষত্ব
পিপিএফ প্রকল্পের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই অ্যাকাউন্টের সর্বোচ্চ লক ইন পিরিয়ড ১৫ বছর
সঞ্চয়ের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে আবারো হাজির হয়েছে ভারত সরকার। এটি আদতে এমন একটি প্রকল্প যেখানে আপনি দীর্ঘ সময়ের জন্য আপনার টাকা জমা করতে পারেন। তার পাশাপাশি নিজের সন্তানদের জন্যেও জমাতে পারেন টাকা। এই অ্যাকাউন্ট এর নাম দেওয়া হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আপনি আপনার সন্তানদের জন্য খুলতে পারেন। ২০১৯ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের তিন নম্বর অনুচ্ছেদ অনুসারে যেকোনো পিতা-মাতা বা আইনি অভিভাবক একজন নাবালক সন্তানের নামে একটি পিপিএফ একাউন্ট খুলতে পারেন। বিশেষজ্ঞদের মতে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে পিপিএফ একাউন্টে টাকা জমা করতে কোন বিধি নিষেধ নেই।
তবে এই একাউন্টে কিছু বিষয় রয়েছে যা আপনাকে মাথায় রাখতে হবে। এই অ্যাকাউন্ট এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এগুলির-লকিং পিরিয়ড ১৫ বছরের। অর্থাৎ ১৫ বছর আগে আপনি এই একাউন্ট ভাঙতে পারবেন না। এর মধ্যে আপনার সন্তানের বয়স যদি ১৮ বছর হয়ে যায় তাহলে সে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে সে এই অ্যাকাউন্ট চালাবে কিনা। তবে যদি ১৫ বছরের মধ্যে আপনার সন্তানের বয়স ১৮ না হয়, তাহলে এই অ্যাকাউন্ট এর আগে ভাঙতে পারবেন না আপনি।
এই একাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হলো ১.৫ লক্ষ টাকা। আপনি যদি কম ঝুঁকির প্রকল্পে আপনার টাকা বিনিয়োগ করতে চান তাহলে আপনি পিপিএফ প্রকল্প বেছে নিতে পারেন। আপনার সন্তানের ১৮ বছর বয়স অনুযায়ী সুদের হার কমবেশি হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই প্রকল্পে ৭% সুদ দেওয়া হতো। তবে কিছুদিন আগে পর্যন্ত কেউ কেউ ১২ শতাংশ সুদ পেয়েছেন এই একাউন্টে।