Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: প্রদীপ পান্ডে ও প্রিয়াঙ্কা পন্ডিতের নতুন হট গান – নেট দুনিয়ায় ঝড় তুলল এই ভিডিও

Updated :  Wednesday, September 17, 2025 1:07 PM
bhojpuri video

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এখন বদলের মুখে। নতুন প্রজন্মের একাধিক তারকা এই ইন্ডাস্ট্রিকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন প্রদীপ পান্ডে ওরফে চিন্টু। বক্স অফিসে তাঁর প্রতিটি ছবি ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। সিনেমার পাশাপাশি তাঁর অভিনীত গানের ভিডিওও সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ সংগ্রহ করছে। জনপ্রিয়তায় তিনি আজ বলিউডের বড় তারকাদেরও টক্কর দিচ্ছেন। অন্যদিকে, ভোজপুরি ইন্ডাস্ট্রির আরেক নামকরা মুখ প্রিয়াঙ্কা পণ্ডিত। সাহসী স্টাইল এবং বোল্ড উপস্থিতির জন্য তিনি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। সম্প্রতি প্রকাশিত একটি নতুন গানের ভিডিও তাঁকে আরও একবার শিরোনামে এনেছে।

ভাইরাল নতুন গান ‘লেলা স্বাদ রাজা’

প্রদীপ পান্ডে চিন্টু এবং প্রিয়াঙ্কা পণ্ডিতকে নিয়ে প্রকাশিত হয়েছে গান ‘লেলা স্বাদ রাজা’। মুক্তির পর থেকেই এই ভিডিও ঝড় তুলেছে ইউটিউবে। মাত্র কয়েক দিনের মধ্যেই গানটি ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে, যা এর বিপুল জনপ্রিয়তার প্রমাণ। গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং ও সুজিত গৌতম। গানের কথা লিখেছেন শ্যাম দেহাতি, আর সুর দিয়েছেন রাজকুমার আর পান্ডে। আকর্ষণীয় সুর, মেলোডি এবং ছন্দের সঙ্গে মিশেছে রোমান্টিক রসায়ন।

সাহসী লুকে প্রিয়াঙ্কা, রোমান্টিক মেজাজে চিন্টু

ভিডিওটিতে প্রিয়াঙ্কা পণ্ডিতকে এক ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে। সাহসী পোশাক ও বোল্ড অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। অপরদিকে, প্রদীপ পান্ডে চিন্টুর স্বতঃস্ফূর্ত রোমান্টিক অভিনয় ভিডিওটিকে আরও আকর্ষণীয় করেছে। দুজনের অন-স্ক্রিন রসায়ন এখন ভোজপুরি দুনিয়ার অন্যতম আলোচিত জুটি হয়ে উঠেছে।

দর্শকদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতিমধ্যেই এই ভিডিওকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলেছেন, গানটির সুর ও লিরিক্স মন ছুঁয়ে যায়। আবার কেউ কেউ প্রিয়াঙ্কার সাহসী অভিনয়কে ভোজপুরি ইন্ডাস্ট্রির নতুন ধারা হিসেবে দেখছেন।

ভোজপুরি ইন্ডাস্ট্রির উত্থান

একসময় বলিউডই ছিল ভারতের মূল বিনোদনের কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এক নতুন দিক উন্মোচন করেছে। গানের ভিডিও থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা—সবখানেই এখন নতুনত্ব ও পরীক্ষামূলক উপস্থাপনা দেখা যাচ্ছে। প্রদীপ পান্ডে ও প্রিয়াঙ্কা পণ্ডিতের মতো তারকারা সেই উত্থানকে আরও গতিশীল করে তুলছেন।