Mudra Yojana: ব্যবসা শুরু করতে চান? আপনার ব্যবসার জন্য কুড়ি লক্ষ টাকা দিচ্ছে সরকার জানুন, কিভাবে করবেন আবেদন
আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান এবং তার জন্য আপনার লোন দরকার লাগে, তাহলে সরকার আপনাকে সাহায্য করতে চলেছে
দিন প্রতিদিন বাড়ছে সংসার চালানোর খরচ। চাকরি করে মাসের শেষে একটা নির্দিষ্ট টাকা রোজগার করার পরেও সংসার চালাতে পারছেন না অনেকে। সেই কারণেই চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি ব্যবসার দিকে আজকাল মানুষ ঝুঁকতে শুরু করেছেন। অনেকেই এখন চাকরির পাশাপাশি ও কিছু একটা করার চেষ্টা করেন। কিন্তু যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু সবার আগে যেটা দরকার হয় সেটা হলো পুঁজি। কিন্তু ব্যবসায় এই পুঁজি আসবে কোথা থেকে? সেটা চিন্তা করেই অনেকে ব্যবসায় নামতে পারেন না। তবে অনেকেই এমন আছেন, যারা ব্যবসা করতে চান কিন্তু এটা জানেন না যে সরকারের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন সরাসরি। আপনার ব্যবসার জন্য যত টাকা পুঁজি লাগবে তার বেশ কিছু টাকা কিন্তু সরকার আপনাকে প্রদান করতে পারে। মূলত নিজস্ব ব্যবসা কে উৎসাহ দিতে এবং বেকারদের স্বনির্ভরতা বৃদ্ধি করতে এই মোটা অংকের টাকা ইনভেস্ট করছে কেন্দ্রীয় সরকার।
ইতি মধ্যেই কর্মসংস্থানের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ এপ্রিল ২০১৫ সালে একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে কর্পোরেট এবং অকৃষিমূলক কাজের জন্য সরাসরি ঋণ দিতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। ফলে, এই টাকা গ্রহণ করে অনেকেই নিজের ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু কারা পাবেন এই টাকা? কি পদ্ধতিতে আপনারা ব্যবসা শুরু করলে তবে এই টাকা পাবেন? বেকার যুবকরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চাইলে কিংবা ছোট উদ্যোক্তা যারা নিজেদের ব্যবসা প্রসার করতে চাইছেন, তারা কিভাবে এই প্রকল্পের অধীনে টাকা পেতে পারেন? চলুন আজকে বিস্তারিত সেটাই জেনে নেওয়া যাক।
ঋণের বিবরণ অনুযায়ী, PMMY ক্রেডিট অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা কার্যকরী মূলধন হিসেবে এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন। উৎপাদন বাণিজ্য সেবা খাতের পাশাপাশি বেশ কিছু কৃষি সংক্রান্ত কর্মকাণ্ডে আপনারা এই টাকা ইনভেস্ট করতে পারবেন। এর মধ্যে অন্যতম হলো পোল্ট্রি ডেয়ারি মৌমাছি পালনের মত ব্যবসা। এই সমস্ত জায়গায় ব্যবসা করার জন্য আপনি ঋণ পেতে পারেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। কিভাবে এর জন্য আবেদন জানাবেন?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে জনসমর্থ পোর্টাল খুলতে হবে। এরপরে ওয়েবসাইটের স্কিম ড্রপডাউন মেনু থেকে ব্যবসায়িক কার্যকলাপ ঋণ নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বিকল্প বেছে নিতে হবে এই অপশন এর মধ্য থেকে। তারপরে নিচে স্ক্রল করে, যোগ্যতা পরীক্ষা করুন অপশনে ক্লিক করতে হবে। কোন ব্যবসা আপনি করতে চান সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। যদি তালিকার মধ্যে আপনার ব্যবসা না থাকে তাহলে, আপনি অন্যান্য ব্যবসা অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে আপনার ব্যবসার ধরন, জায়গা আপনার উদ্যোগের আনুমানিক খরচ, এবং আপনার নিজের তহবিল দিয়ে পুরো ফরম ফিলাপ করতে হবে।
এরপরে আপনার জমা দেওয়া সমস্ত তথ্য থেকে হিসাব করে, পোর্টাল গণনা করবে আপনি কত টাকা ঋণ পাওয়ার যোগ্য। এরপরে আপনার মাসিক ইএমআই এবং ঋণের মেয়াদের বিশদ আপনি জানতে পারবেন। এরপর আপনার মোবাইল নম্বর, গোপনীয়তা নীতি, নিয়ম এবং শর্তাবলী মেনে নিয়ে আপনাকে লগইন করতে হবে। এরপরে আপনাকে মুদ্রা প্রকল্পের আবেদন প্রক্রিয়া পূরণ করতে হবে। পোর্টাল প্রয়োজনীয় নথির তালিকা প্রদর্শন করবে। আপনাকে সমস্ত অনুথি এখানে জমা দিতে হবে। যাচাইয়ের কাজের জন্য প্যান কার্ড, মুভমেন্ট রেজিস্ট্রেশন এবং আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ব্যবসা জিএসটি নিবন্ধিত না হয়, তাহলে পোর্টাল কম বিক্রয় বা আপনার পণ্য পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন জিএসটি ছাড়ের কারণ জিজ্ঞাসা করবে। সেই কারণ আপনাকে সঠিক ভাবে দর্শাতে হবে।
এরপরে আপনার মাসিক বিক্রি এবং ব্যবসার বিস্তারিত বিবরণ দিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা করতে হবে। এর পাশাপাশি আপনার ব্যাংকের সমস্ত তথ্য আপনাকে জমা দিতে হবে। আপনার কর্মচারী কজন রয়েছে আপনার ব্যবসা ঠিকানা কি এবং বিদ্যমান ঋণের বিবরণ আপনাকে যোগ করতে হবে এর সাথে। এই ফরম পূরণ করার পরে আপনার ঋণের আবেদন নিয়ে পোর্টালটি বিভিন্ন ব্যাংকের থেকে ঋণের অফার আপনার জন্য সামনে আনবে। সেই সমস্ত ব্যাংকের সুদের হার এবং ঋণের মেয়াদ আপনি জানতে পারবেন আগে থেকে। তারপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ঋণ অফার বেছে নিতে পারেন। এরপরে আপনার ঋণ অনুমোদনের জন্য পাঠানো হবে সেই ব্যাঙ্কে। ঋণ অনুমোদিত হয়ে গেলে ঋণের টাকা আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে। তবে ঋণের পরিমাণ পাঠানোর আগে অবশ্য আপনাকে নথি যাচাই করার জন্য আপনার ব্যাংকের শাখায় যেতে হবে।