Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যসভায় টিএমসি প্রার্থী হিসেবে উঠে এলো প্রশান্ত কিশোরের নাম, জল্পনা তুঙ্গে

রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে জানুয়ারির শেষ দিকে জনতা দল-ইউনাইটেড থেকে বহিষ্কার করেছেন নীতীশ কুমার। তার এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যসভা নির্বাচনে টিএমসির প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রশান্ত…

Avatar

রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরকে জানুয়ারির শেষ দিকে জনতা দল-ইউনাইটেড থেকে বহিষ্কার করেছেন নীতীশ কুমার। তার এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যসভা নির্বাচনে টিএমসির প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রশান্ত কিশোরের নাম। পশ্চিমবঙ্গের রাজ্যসভার এই নির্বাচন ২৬ শে মার্চ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

তৃণমূলের দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সংসদের উচ্চ কক্ষে আরও সক্রিয় ভাবে অংশ নিতে নতুন মুখের সন্ধান করছে। টিএমসির যে চারটি আসন খালি হবে, তাতে বর্তমানে মণীশ গুপ্ত, যোগেন চৌধুরী, আহমেদ হাসান ইমরান ও কেডি সিং রয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাজ্যসভায় তিনটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করলো তৃণমূল

তবে দলের ওই সূত্রটি জানিয়েছে, ‘বর্তমানে জাতীয় রাজনীতির দাবির পরিপ্রেক্ষিতে আরও সক্রিয় রাজনীতিবিদ এবং রাজ্যসভার সাংসদদের প্রয়োজন। তাই, যুবকদের এবার সুযোগ পাওয়া উচিত। প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে যুবকদের নিয়ে লড়াই করছেন। এটি টিএমসিকে জাতীয় স্তরে নিজেদের বক্তব্য তুলে ধরতে সহায়তা করবে। এছাড়াও অন্যান্য আসনে যারা সুযোগ পেতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দীনেশ ত্রিবেদী ও মৌসম নূর।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক সংখ্যা অনুসারে, টিএমসি রাজ্যসভায় চারটি আসন জিতবে, যেখানে সিপিআই(এম)-কংগ্রেস বা টিএমসি-কংগ্রেসের জোট প্রার্থী পঞ্চম আসনে জয় নিশ্চিত করতে পারবেন। এই পঞ্চম আসনটি বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। তিনি ২০১৪ সালে সিপিআই(এম) মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত হলেও ২০১৭ সালে দল তাকে বহিষ্কার করে। ফলে এতদিন তিনি নির্দল সাংসদ হিসেবে নিজের কার্যকালের মেয়াদ শেষ করেন।

About Author