পুরভোট আসন্ন। আর এই পুরভোটের কৌশল ঠিক করতে গিয়ে কাউন্সিলরদের সতর্ক করলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি এদিন সাফ জানিয়ে দেন, ভোটে জিততে হবে সততার সঙ্গে। পঞ্চায়েত ভোটের পরিস্থিতি যাতে কোন মতেই সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে কড়া নির্দেশ দেন তিনি।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের। সেই ঘটনা মানুষের মনে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা বোঝা গিয়েছিল গত লোকসভা নির্বাচনে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ তা বুঝিয়েও দিয়েছিলেন। এবার পুরভোটে মানুষের সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা শুরু করার কথা বলেছেন প্রশান্ত কিশোর।
আরও পড়ুন : ধর্ম নির্বিশেষে সবাইকে নাগরিকত্বের আবেদন করতে হবে
শুক্রবার, পুরসভা ভোটে দলের কৌশল ঠিক করতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তিনি দলীয় কাউন্সিলরদের সতর্ক করে দেন। তিনি সাফ জানিয়ে দেন ভোটে ভরসা রাখতে হবে রাজ্যের উন্নয়নের উপরেই। পুরভোটে কোনরকম অশান্তি সৃষ্টি করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে এই ভোট হিংসাহীনভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। রাজ্যের উন্নয়নকে সামনে রেখে এনআরসি ও সিএএ নিয়ে জনমত গঠনের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে হবে জানিয়েছেন তৃণমূলের ভোট কৌশল স্থির করার দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর।