Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামী গুরমিতকে সঙ্গে নিয়ে গর্বতী দেবিনা ‘কাঁচা বাদাম’ গানে তুমুল নাচ, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, February 20, 2022 3:06 PM

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরী এবং দেবিনা ব্যানার্জি নিজের পোস্টে ইতিমধ্যেই নিজের ফ্যানেদের খুশির খবর শুনিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই এই দুজন বাবা মা হতে চলেছেন এবং এই মুহূর্তে তাদের দিনটা কেটে যাচ্ছে এই নিয়ে মাতামাতি করেই। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিন কয়েক আগে এই খুশির খবর শুনিয়েছিলেন দেবিনা। তবে তার মধ্যেই আবারও নতুন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি ইনস্টাগ্রাম ট্রেন্ড ফল করছেন। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, দেবিনা এবং তার স্বামী গুরমিত একসাথে বর্তমান ইন্টারনেটে ভাইরাল কাচা বাদাম গানের সঙ্গে পারফর্ম করছেন।

অন্তঃসত্ত্বা দেবিনার এই নতুন পোস্ট সামনে আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে একেবারে ছেয়ে গিয়েছে। অভিনেত্রী নিজের স্বামী গুরমিতের সঙ্গে ভুবন বাদ্যকর এর এই ভাইরাল গান কাচা বাদাম গানে নাচ করেছেন। তার সাথেই তারা এই গানের একেবারে সিগনেচার স্টেপ ফলো করেছেন যা রীতিমতো জনপ্রিয় হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটি নাচ করা রীতিমতো কঠিন কাজ। কিন্তু দেবিনা খুব ভালোভাবেই এই ভিডিও সম্পন্ন করলেন, যা রীতিমতো প্রশংসনীয় হয়ে উঠেছে নেট দুনিয়ায়।

ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গুরমিত চৌধুরী এবং দেবিনা ব্যানার্জি দুজনেই সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের ডেনিম জিন্স পরেছেন। আর দুজনের ড্রেস একেবারেই সমান যা তাদের ভক্তদের মধ্যে কাপল গোলসের মতোই মনে হয়েছে। তবে এরকম একটি নাচ করার নিশ্চয়ই কোন একটা কারণ তো থাকবেই। আজ্ঞে হ্যাঁ তাদের দুজনের বিবাহ বার্ষিকীতে তারা দুজনে এই নাচ করেছেন। এই ভিডিওটির ক্যাপশনে দেবীনা লিখলেন, “আমাদের দুজনের বিবাহবার্ষিকীতে আমরা দুজনে দুজনের হাত ধরে এই পারফরমেন্স করলাম। আরও একটা বছর এই ভাবেই কাটিয়ে দেওয়ার এর থেকে ভালো শুরু কি আর হতে পারে। এই রিল এখন অত্যন্ত ট্রেন্ডিং। তাই আমরাও এই ট্রেন্ডে গা ভাসালাম।”

ইতিমধ্যে এই ভিডিও ইন্টারনেটে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং প্রায় ৩ লক্ষ-র কাছাকাছি মানুষ এই ভিডিও লাইক করেছেন। এই ভিডিওতে অনেকেই বেশ ভাল মন্তব্য করেছেন। গুরমিত এবং দেবীনার এ দুর্দান্ত নাচ দেখে অনেকেই লিখেছেন, ‘আপনাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে’। অনেকের আবার বক্তব্য, ‘আপনারা এরকম ভাবেই সারা জীবনটা কাটান’। অনেকে আবার তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।