গর্ভবতী দীপিকা? তোলপাড় সোশ্যাল মিডিয়া

গর্ভবতী দীপিকা?... শিরোনামে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত কয়েকদিন ধরেই ‘হাই ড্যাডি, হাই বেবি’ লিখে দীপিকা ও রণবীর সোশ্যাল সাইটে নিজেদের ছবি পোস্ট করেছেন। এই রকম ক্যাপশনের ইঙ্গিত কি? সম্প্রতি ভাইরাল…

Avatar

গর্ভবতী দীপিকা?… শিরোনামে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত কয়েকদিন ধরেই ‘হাই ড্যাডি, হাই বেবি’ লিখে দীপিকা ও রণবীর সোশ্যাল সাইটে নিজেদের ছবি পোস্ট করেছেন। এই রকম ক্যাপশনের ইঙ্গিত কি?

সম্প্রতি ভাইরাল হয়েছে দীপিকা রণবীরের একটি ছবি। ইনস্টাগ্রামে দীপিকা একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রী দাঁড়িয়ে আছেন কাছাকাছি। রণবীরের পরনে নীল রঙের স্যুট আর দীপিকা পড়ে আছেন আলগা আউটফিট, সঙ্গে গোলাপি দোপাট্টা। সাধারণত দীপিকাকে ঢিলেঢালা পোশাকে দেখা যায়না।  ঢিলেঢালা পোশাক পড়তেই নেটিজেনদের নানা ধরনের কমেন্ট। কমেন্টে অনেকে লিখেছে, দেখেই বোঝা যাচ্ছে প্রেগন্যান্ট। আবার অনেকের বক্তব্য , বেবী-বাম্প লোকানোর চেষ্টা। তবে এই বিষয়ে রণবীর বা দীপিকা এখনও মুখ খোলেননি।