অরূপ মাহাত: অবশেষে সরকার গঠন নিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটলো। দুপুর থেকে চলা জল্পনাকে সত্যি করে মহারাষ্ট্রে জারি হলো রাষ্ট্রপতি শাসন। সরকার গঠনে এনসিপিকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সুপারিশ করলেন রাজ্যপাল ভগভ সিং কোশারী।
কেন্দ্রীয় মন্ত্রীসভায় সেই সুপারিশ কার্যকর করার বিষয়ে ঐক্যমতে পৌঁছালে রাষ্ট্রপতি ভবনে তা পাঠিয়ে দেওয়া হয় চূড়ান্ত রূপদানের জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেছেন সেই সুপারিশে। ফলে এনসিপির শক্তি যাচাইয়ের আগেই মহারাষ্ট্রে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন।
আপাতত, আগামী ৬ মাস রাজ্যে বহাল থাকবে রাষ্ট্রপতি শাসন। পরবর্তীকালে, প্রয়োজন মতো তা বাড়িয়ে নেওয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে রাজ্যপালের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন এনসিপি। বিজেপি ও শিবসেনা সময়ের মধ্যে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো আজ সকাল থেকেই সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের জন্য তোড়জোড় শুরু করেছিল এনসিপি ও কংগ্রেস নেতৃত্ব। ফলে, এনসিপিকে দেওয়া সময় শেষ হওয়ার আগেই রাজ্যপালের এই সিদ্ধান্তে তাঁর নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী শিবির।