‘কেন্দ্রের কাছ থেকে কিছুই পাই না’, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মমতার

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ বলেছেন, "কেন্দ্রের কাছ থেকে কিছুই পাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কিছুই পাই না। খালি হাতে ফিরে আসতে হয়।"…

Avatar

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ বলেছেন, “কেন্দ্রের কাছ থেকে কিছুই পাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কিছুই পাই না। খালি হাতে ফিরে আসতে হয়।” এর পাশে তিনি এটাও বলেন যে কেন্দ্র রাজ্যের প্রাপ্য ৫২ হাজার কোটি টাকা দিচ্ছে না। বিভিন্ন প্রকল্পের টাকাও বাকি রেখেছে কেন্দ্র।

তবে শুধু সমালোচনাই নয়, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। টি বলেন, ‘ করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে। করোনা থাকবে। তবে ২ মাস ধরে অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ রয়েছে। মানুষের রুজি রোজগার সব শেষ।’

বিস্তারিত আসছে, সঙ্গে থাকুন।