ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দারুন সুখবর! হু হু করে কমলো দাম! রেকর্ড সস্তা হল সোনা

Advertisement

শীতকাল মানেই বাঙ্গালীদের বিয়ের মরসুম। চলতি বছরে এই মাসে সবচেয়ে বেশি বিয়ে হচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রত্যেকটি লগ্নে বিয়ের পরিমাণ লাফিয়ে বেড়েছে। কিন্তু চলতি বছরের শুরুতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তদের কপালে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত করেছে। কিন্তু এবার নতুন মাসের শুরুতে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনার বাজার দর। বেশ কয়েকদিন ধরেই ধীরে ধীরে কমছে সোনার দাম। কলকাতা পাইকারি বাজারে সেই দাম কমার ধারা অব্যাহত রইল।

চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ২৪ ক্যারেট সোনার দাম ৯.৮৯ শতাংশ হ্রাস পেয়েছে। হিসাব করে দেখা গেলে আগের তুলনায় সোনার দাম কমেছে ৪৯৬৩ টাকা। গোটা দেশে গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম সোনার দাম ছিল আজ অর্থাৎ বুধবার। আজকে সোনার দাম ফের ০.১১ শতাংশ হ্রাস পেয়েছে। দাম কমে আজকে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৪৫৫০০ টাকায়। হিসাব করে দেখতে গেলে গত ১০ মাসের তুলনায় আজকে সোনার দাম প্রায় ১১ হাজার টাকা কম। আন্তর্জাতিক বাজারেও আজ সোনার দাম ০.২ শতাংশ কমে ১৭৩৪.১৬ ডলার প্রতি আউন্স হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আর বাজারের থেকে সোনার দাম কমবে না। দামটা একি থাকতে পারে বা ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য আগামী বছরের আগস্ট মাসে সোনার দাম সর্বোচ্চ হয়েছিল। ওই সময় সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল।

অন্যদিকে তেমন কোন উল্লেখযোগ্য দামের পরিবর্তন হয়নি রুপোতে। দিল্লির বাজারে রুপোর প্রতি কিলোগ্রাম দাম ৬৯২১৬ টাকা। আন্তর্জাতিক বাজারের একি হাল। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম কিছুটা অর্থাৎ ০.৩ শতাংশ কমে ২৬.৬৭ ডলার প্রতি আউন্স হয়েছে। এই মুহূর্তে যদি আপনি সোনা বা রূপা কিনতে চান, তাহলে অবশ্যই কিনে নিন। বিশেষজ্ঞ অনুযায়ী ভারতীয় বাজারে এর থেকে কমে আর হয়তো কখনো সোনা পাওয়া যাবে না।

Related Articles

Back to top button