Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ১৩ বছরেই পর্দায় অভিনয়, কেমন আছেন প্রসেনজিৎ’এর সৎ বোন? দেখুন ছবি

Updated :  Monday, July 10, 2023 9:54 PM

টলিউডে ইন্ডাস্ট্রি বলেই ডাকা হয় তাকে। সেই ছোটবেলাতেই নিজের বাবার হাত ধরে পর্দায় পা রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে অবশ্য পড়াশোনায় মন দিলেও বড় হয়ে আবারো ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছিলেন সকলের প্রিয় বুম্বাদা। আর সেই থেকেই এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

এই মুহূর্তে অভিনেতা পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন। তবে চর্চার কারণ তিনি নিজে নন, তার সৎ বোন প্রাইমা শম্ভাবি চ্যাটার্জী। ১৩ বছর বয়সেই বাবার হাত ধরে ‘আদরিণী’ ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় ডেবিউ ঘটেছিল তার। তবে পরবর্তীকালে নিজের পড়াশুনাতেই মনোনিবেশ করেছিলেন তিনি। উল্লেখ্য, বিনোদন জগৎ থেকে বরাবরই একটা দূরত্ব বজায় রেখে চলেছেন প্রাইমা।

মাত্র ১৩ বছরেই পর্দায় অভিনয়, কেমন আছেন প্রসেনজিৎ'এর সৎ বোন? দেখুন ছবি

অভিনয়ের জন্য ছোট থেকেই উৎসাহ পেয়েছেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তবে বাবা কিংবা দাদা প্রসেনজিৎ-এর মত তার অভিনয়ে উৎসাহ ছিল না তেমন। দর্শকদের মাঝেও তিনি অভিনেত্রী হিসেবে তেমন পরিচিত নন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায়ের সন্তান প্রাইমা। ছোট থেকেই বিশ্বজিৎ কন্যা হিসেবেই তিনি পরিচিত ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে তার প্রসঙ্গই উঠে এসেছে মিডিয়ার পাতায়। আর সেই সূত্র ধরেই প্রসেনজিৎ’এর পাশাপাশি মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও।

মাত্র ১৩ বছরেই পর্দায় অভিনয়, কেমন আছেন প্রসেনজিৎ'এর সৎ বোন? দেখুন ছবি

উল্লেখ্য, বম্বেতেই পাকাপাকিভাবে নিজের পরিবারের সাথে থাকেন বিশ্বজিৎ। ছেলে প্রসেনজিৎ’এর সাথে রয়েছে সুসম্পর্কও। বাবার সাথে দেখা করতে মাঝে মাঝেই বম্বে চলে যান অভিনেতা। বোন প্রাইমার সাথেও ভালোই সম্পর্ক তার। বিভিন্ন অনুষ্ঠানে তার সাথেও দেখা মেলে প্রসেনজিৎ’এর। সবমিলিয়ে এই মুহূর্তে মিডিয়ার পাতায় বিশ্বজিৎ কন্যা চর্চার আলো কেড়েছেন।