নিউজরাজ্য

পুজোর পরেই প্রাথমিকে ২০ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ, সিলমোহর পড়ল বৈঠকে

গতকাল অ্যাড হক কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়

Advertisement

পুজোর পরেই প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই জানা গিয়েছে গতকাল অ্যাড হক কমিটির বৈঠকের পর। শিক্ষক নিয়োগ গোলযোগের আবহে এমন সিদ্ধান্ত যে অনেকের মুখে হাসি ফুটিয়েছে তা আলাদাভাবে বলার কোন দরকার পড়ে না। গতকাল অ্যাড হক কমিটির একটি বৈঠকের পর পুজোয় প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে সিলমোহর পড়েছে। শূন্যপদ পেলেই নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড। ইতিমধ্যেই যারা টেট পাস করে গেছেন তারা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য। ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেছেন, “টেটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার আগে আইনত পরামর্শ নেয়া হবে। যেহেতু টেট নিয়ে রাজ্যে বিশৃঙ্খলাতে সৃষ্টি হয়েছে এবং তা আইনের নজরে রয়েছে তাই এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। বড় পরীক্ষা নিতে গেলে উচ্চ পর্যায়ের আলোচনা অবশ্যই দরকার। তবে আমরা চেষ্টা করব পরীক্ষাটি খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য।”

এদিন সভাপতি আরো বলেছিলেন যে নিয়োগের জন্য শূন্যপদের দরকার। সরকার চাইছে শূন্য পদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ করা হোক। কিন্তু এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়ার আগেই বোর্ড নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশা করা যায় পুজোর পরেই নিয়োগ শুরু করতে চলেছি। এটাও জানিয়ে রাখি, চাকরির শূন্যপদ ২০ হাজারের বেশি হতে পারে।

Related Articles

Back to top button