নিউজরাজ্য

Primary TET Exam: ২০১৭ এর পর আগামীকাল প্রাথমিকের টেট পরীক্ষা, পরীক্ষার্থীদের কি কি নিয়ম মানতে হবে? জেনে নিন

মোট ৩৫ হাজার পরীক্ষার্থী আগামীকাল টেট পরীক্ষা দেবেন

Advertisement

শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে। এবার আবার পরীক্ষা হতে চলেছে আগামীকাল রবিবার। টেট পরীক্ষা নিয়ে চলছে চাকরিপ্রার্থীদের অন্তিম প্রস্তুতি। বহু বিতর্কের পর এই পরীক্ষা হবে সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটোপে। দর্শানো হয়েছে একাধিক নতুন নিয়ম কানুন। পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে তা পরীক্ষার আগে জানিয়ে দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। জানা গিয়েছে, বীরভূমে মোট ৮৭ টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট ৩৫ হাজার পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষা দেবেন।

এবারের টেট পরীক্ষা নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। স্বাভাবিকভাবেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা থাকছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল এবং সকল পরীক্ষা কেন্দ্র আগে থাকতে পরিস্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। কোনরকম বিতর্ক যাতে না সৃষ্টি হয়, তাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। এছাড়া পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকবে একটি অ্যাম্বুলেন্স, যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এছাড়া পরীক্ষার্থীরা কোনভাবেই পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রনিক্স গেজেট বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সাথে আনা যাবে না কোন এক্সাম বোর্ড বা প্রিজার্ভ পেপার। পরীক্ষার্থীরা কোনরকম অলংকার পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সময় দেখার জন্য প্রত্যেকটি পরীক্ষার ঘরে থাকবে ওয়াল ক্লক। পরীক্ষাথীদের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কাজের জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন ভেনু ইনচার্জ এবং সেন্টার ইনচার্জ। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি থাকবে ১৪৪ ধারা। বন্ধ থাকবে ইন্টারনেট এবং জেরক্স সেন্টার।

Related Articles

Back to top button