ভারতীয় সেনার পোষাক পরে মোদীর দীপাবলি উৎযাপন, দেখুন সেই ভিডিও

জম্মু ও কাশ্মীর : দীপাবলি, ভারতীয় সংস্কৃতির এক অন্যতম উৎসব। ভূত চর্তুদশীর পরের দিন দীপাবলি। এইদিন সারা ভারত আলোয় আলোকিত হয়। সকল মানুষ জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে একত্রে মিলিত হয়।…

Avatar

জম্মু ও কাশ্মীর : দীপাবলি, ভারতীয় সংস্কৃতির এক অন্যতম উৎসব। ভূত চর্তুদশীর পরের দিন দীপাবলি। এইদিন সারা ভারত আলোয় আলোকিত হয়। সকল মানুষ জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে একত্রে মিলিত হয়। আজ দীপাবলি, আজকের দিনে সকল ধনী থেকে গরীব সবাই আনন্দে মেতে ওঠে। তেমনি আজ রবিবার, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীপাবলি পালন করবেন, কিন্তু তা একটু অন্যরকম ভাবে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর নিজ পরিবার, দলের সদস্য ও অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে দীপাবলি পালন করা বাদ দিয়ে ভারতীয় সেনাদের সাথে দীপাবলি পালন করছেন রাজৌরিতে। কারন তিনি জানেন দেশের নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্যদের গুরুত্ব কতখানি, সে সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা এয়ার স্ট্রাইক সব অভিযানে ভারতীয় সৈন্যরা নিজের জীবন দিতেও রাজী হয় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের দীপাবলি ভারতীয় সৈন্যদের সাথে কাটাতে চান। প্রধানমন্ত্রী হয়ে বিলাসিতা ছেড়ে ভারতীয় সৈন্যদের সাথে দীপাবলি পালন করছেন তা প্রসংশনীয়। দেখুন সেই ভিডিও