এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পেলেন নোবেল, পুরস্কারের নাম Ig Nobel। জানা গিয়েছে তাঁকে এই পুরস্কার দেওয়ার কারণ “করোনা অতিমারির মাধ্যমে বিশ্ববাসীকে তিনি বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি”। মোদিজি দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি Ig Nobel পুরস্কার পেলেন৷ করোনা অতিমারি পরিস্থিতিতে সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা বলেছেন মোদি কিন্তু বাস্তবে এমন কোন কিছুই তিনি করেন নি তাই তাকে দেওয়া হবে এই বিশেষ পুরষ্কার।
IG NOBLE পুরস্কার হল একটি ব্যঙ্গার্থক নোবেল প্রাইজ৷ অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে প্রতি বছর এই নোবেল পুরস্কার ব্যঙ্গ করে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রনেতাদের৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা৷
এর আগে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী৷ ‘আগ্রাসী শান্তপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য ১৯৯৮ সালে তিনি এই পুরস্কার পান৷