বন্ধু হারানোর ভয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এ কী মন্তব্য করলেন! বিশ্ব দুনিয়ায় তোলপাড়
চিনের প্রেসিডেন্টের আসন্ন ভারত সফর নিয়ে আতঙ্কে ভুগছে পাকিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র বন্ধু রাষ্ট্র চরম প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশে সফরে আসায় বন্ধু হারানোর ভয় চেপে বসেছে তাদের। তাই হংকং ও কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মিডিয়ার দ্বিচারিতা নিয়ে চিনের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করেছে তারা।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে আসার আগে কাশ্মীর ইস্যুকে খুঁচিয়ে তুলতে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন ট্যুইটারে একটি পোস্ট করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একহাত নেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম যে ভারতের প্রতি সহানুভূতিশীল তা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যম কেন কাশ্মীরে মানবধিকার লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে?’
একই সাথে চিনের প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরূপ মনোভাবের প্রতিবাদ জানিয়ে বেজিং-এর প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘হংকংয়ের প্রতিবাদ আন্দোলন নিয়ে সংবাদমাধ্যম বড় করে দেখাচ্ছে।’ ইমরান খানের এমন মন্তব্যে অবশ্য অবাক নয় আন্তর্জাতিক মহল। বন্ধু হারানোর ভয় থেকেই পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বলে মনে করছে তারা।