Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Web Series: হট দৃশ্যে ছড়াছড়ি এই ওয়েব সিরিজে, দেখে নিয়ন্ত্রণ হারাবেন আপনিও

Updated :  Thursday, April 25, 2024 6:54 PM

এমনিতে ওভার দা টপ স্ট্রিমিং প্লাটফর্মগুলি আজকাল ইন্টারনেটের জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যামাজন প্রাইম থেকে শুরু করে নেটফ্লিক্স কিংবা Zee 5 এর মত প্ল্যাটফর্ম আজকাল মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই সমস্ত প্লাটফর্মের কনটেন্ট দেখতে মানুষ বেশ পছন্দ করেন। কিন্তু এমনও কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে এমন কিছু ওয়েব সিরিজ আসে যা সকলের সাথে বসে দেখা যায় না। এই সমস্ত ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যা হয়তো সাধারণভাবে স্বাভাবিক বলে মেনে নেওয়ার যোগ্য নয়। এই ওয়েব সিরিজে বেশ কিছু সাহসী দৃশ্য থাকে। এমনই একটি প্ল্যাটফর্ম হল প্রাইমশট।

এই প্রাইমশট অ্যাপে প্রায় রিলিজ করে নানা অ্যাডাল্ট ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয় পরকিয়া সম্পর্ক ও রগরগে যৌনতাকে ভিত্তি করে। এতে অভিনেত্রীরা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে প্রায় নগ্ন হতেও দ্বিধাবোধ করেন না। এই সমস্ত ওয়েব সিরিজ আপনি ভুল করেও পরিবারের সামনে দেখবেন না। এসব একান্তে ঘরের কোণে কানে হেডফোন লাগিয়ে দেখতে হবে। সম্প্রতি ‘সিল ৪‘ ও ‘সৌঁকিন ভাভি‘ র সাফল্যের পর এবার প্রাইমশটে রিলিজ করল ‘মালকিন ভাবী‘ ওয়েব সিরিজ।

‘মালকিন ভাবী‘ ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে এক ভাড়াটিয়া যুবক ও বাড়ির মালকিনকে নিয়ে। তাঁদের পরকিয়া সম্পর্ক ও সেইসুত্রে শারীরিক চাহিদা পূরণের সিন দিয়ে এগিয়েছে কাহিনী। তবে দিনকে দিন এই ধরনের অবৈধ সম্পর্ক চলতে থাকলে মহিলাটির ব্যবহারে পরিবর্তন চোখে পড়ে তার স্বামীর। পরবর্তীতে কি হয়? তা জানতে গেলে আপনাকে চোখ রাখতে হবে ওয়েব সিরিজের পর্দায়। এটি ২ এপিসোডের ওয়েব সিরিজ। আপনি প্রাইমশট অ্যাপে এই ওয়েব সিরিজ দেখতে পারবেন।