Yuvaan Chakraborty: ছোট বয়স থেকেই শরীরের যত্ন নিচ্ছে রাজপুত্র ইউভান‌! রইলো ভিডিও

বাবা পরিচালক আর মা অভিনেত্রী হলেও এই একরত্তি খুদের পপুলারিটি তার চেয়েও অনেক বেশি। হ্যাঁ ঠিক ধরেছেন এই একরত্তি আর কেউ না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী।…

Avatar

By

বাবা পরিচালক আর মা অভিনেত্রী হলেও এই একরত্তি খুদের পপুলারিটি তার চেয়েও অনেক বেশি। হ্যাঁ ঠিক ধরেছেন এই একরত্তি আর কেউ না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। ইউভানের ছবি হোক বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হ‌ওয়ার সঙ্গে সঙ্গে‌ই তা‌ নেটদুনিয়াতে রীতিমতো ভাইরাল। এই খুদের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী নেটদুনিয়া। সেই একদিনের ছেলের জন্মের পর প্রথম ভিডিও রাজ যখন হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন, তখনই সকলের মন কেড়ে নিয়েছিল।

ইউভানের বসতে শেখা, দাঁড়ানো, প্রথম বাবা ডাক আম খাওয়া, প্রথম ঘোরা থেকে শুরু করে প্রথম জন্মদিন, রাজ-শুভশ্রী নানা ছোটবড় মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকল অনুরাগীদের সঙ্গে। আর সকলে তা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। সম্প্রতি এই যুগল ইউভানকে নিয়ে ঘুরতে গিয়েছেন পাহাড়ে। আর সেখান থেকেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

তবে এবার স্বামী তথা পরিচালকের জায়গা নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। কারণ রাজের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে খাটের একটি অংশ ধরে বাবার সাহায্যে ওঠা নামা করছে ছোট্ট ইউভান। বাবা ছেলের এই আদরঘন দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন মা শুভশ্রী। আর এদের শরীর চর্চার ক্ষেত্রে যাকে বলে ‘চিন-আপ’। ছেলেকে আবার কাম অন’ বলে উৎসাহিত করার সঙ্গে সঙ্গেই বেশ সাবধানী‌ মা। কারণ এরপর‌ই ক্যামেরার পিছন থেকে তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘আসতে আসতে’।

বলাবাহুল্য, টলিউডের এই মিষ্টি জুটি রাজশ্রীও বেশ ফিটনেস ফ্রিক। দুজনের শরীরচর্চার নানা মুহূর্তের ছবি মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার বাবা-মায়ের পথেই এবার ছোট্ট ইউভান। তাই জিমে না গেলেও ইতিমধ্যেই বাবার হাত ধরে তিনি শুরু করে ফেলেছেন শরীরচর্চা। এই ভিডিও আপলোড হ‌ওয়ার সঙ্গে সঙ্গে‌ই টলিউডের তারকা থেকে নেট নাগরিকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রাজপুত্রকে। অন্যবারের মতো এই ভিডিও বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।