সোমবার থেকে গ্রিন জোনে চলতে পারে বাস, তবে বাড়তে পারে ভাড়া

পরিবহন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে জেলা প্রশাসন ও বাস মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব কেটেছে। তাই সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে বেসরকারি বাস চলতে পারে। তবে বাস…

Avatar

পরিবহন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে জেলা প্রশাসন ও বাস মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব কেটেছে। তাই সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে বেসরকারি বাস চলতে পারে। তবে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ভাড়া দ্বিগুন করতে হবে বলে জানানো হয়েছে। এই বাস ভাড়া শুধু লকডাউন যতদিন চলবে ঠিক ততদিন থাকবে। কিন্তু সরকারি বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে না।

সরকারি পরিবহন নিগম কেন্দ্রীয় স্তরে যে ভাড়া ছিল, সেই ভাড়া নিয়েই বাস চালানো হবে। সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার থেকে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রামে পুরোপুরি বাস পরিষেবা চালু হতে পারে। কিন্তু বেসরকারি বাসের ভাড়ার তালিকা জেলা ভিত্তিতে কত রাখা হবে সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গ্রিন জোনে ২০ জনকে নিয়ে বাস চালানোর ঘোষণা করা হলেও এখনও চালু হয়নি। মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব বাস মালিক সংগঠনগুলিকে বাস চালানোর অনুরোধ করলেও এখনও বাস সংগঠনগুলি রাস্তায় বাস নামায়নি। তাদের বক্তব্য যে এই কজনকে নিয়ে বাস চালালে তাদের  আয় হবে না। তাই ভাড়া বৃদ্ধি করতে চান। বাস মালিকদের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে ভাড়া বাড়িয়েও আটকানো যাবে না তাদের ক্ষতি। বাস চালক, কন্ডাক্টারদের রোজগারের টাকাও তারা দিতে পারবে না। পরিবহন দফতর বা পুরসভা এই জেলাগুলিতে যে বাস চলবে সেই বাসগুলিকে জীবাণুমুক্ত করে দেবে বলে জানিয়েছে।

About Author