ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বেসরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হাইকোর্টের, এবার থেকে এরা পাবেন আরো বেশি বেতন – EMPLOYEES SALARY

এবার থেকে বেসরকারি স্কুলের কর্মচারীরাও গ্রেড পে পাবেন

Advertisement

কর্মচারীদের জন্য এবারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এর আওতায় ২০১৩ সাল থেকেই কর্মীরা গ্রেড পে সুবিধা পেয়ে যাবেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের আদেশ বহাল রেখেছেন। সেই সঙ্গেই কর্মচারীদের বেতন-ভাতাতেও বড় ধরনের বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে সরকার।

১ জানুয়ারী ২০১৩ থেকে গ্রেড পে সুবিধা

নৈনিতাল হাইকোর্ট এবারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। এর অধীনে, উত্তরাখণ্ডের বেসরকারি স্কুলগুলিতে কর্মরত তৃতীয় ক্যাডারের মন্ত্রী পর্যায়ের কর্মচারীদের ১ জানুয়ারি, ২০১৩ থেকে গ্রেড পে সুবিধা দিতে হবে। প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি অলোক কুমার ভার্মার ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। হাইকোর্টের একক বেঞ্চের আদেশ বহাল রাখা হয়েছে।

সরকারের বিশেষ আপিল খারিজ

রাজ্য সরকারের বিশেষ আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টে বিশেষ একটি পিটিশন দিয়েছিল উত্তরাখণ্ড সরকার, যেখানে ১ জানুয়ারি, ২০১৩ থেকে তৃতীয় শ্রেণির মন্ত্রী কর্মচারীদের গ্রেড পে সুবিধা দেওয়ার একক বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল। তবে, সেই আপিলকে খারিজ করে দিয়েছে সরকার। এর আগে, একক বেঞ্চ ১ জানুয়ারি, ২০১৩ থেকে তৃতীয় শ্রেণির কর্মচারীদের গ্রেড পে সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছিল।

একটি বেসরকারী স্কুলে কর্মরত কর্মচারীর পক্ষে নারায়ণ দত্ত পান্ডে এবং অন্যদের আবেদনের ভিত্তিতে একক বেঞ্চ এই আদেশ দেয়। আবেদনকারীর অ্যাডভোকেট হরেন্দ্র বেলওয়ালের পক্ষে, আদালতে বলা হয়েছিল যে ইতিমধ্যেই সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের গ্রেড পে-এর সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বেসরকারি স্কুলের কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত।

Related Articles

Back to top button