Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sad Priyanka Chopra: মেয়েকে কোলে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা, কি হল অভিনেত্রীর !

Updated :  Sunday, June 11, 2023 3:07 PM

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগৎ-এর অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন অভিনেত্রী। সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। সেই নিয়েও বেশ কিছুটা সময় চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। আপাতত, অভিনেত্রী নিজের ভাইরাল হওয়া একটি ঝলকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন।

মা হওয়ার পর থেকেই নিজের ব্যস্ততার মাঝেও নিজের মেয়ে মালতি মেরির জন্য আলাদা করে সময় বার করেন অভিনেত্রী, যার একাধিক ঝলক মিলবে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই। তবে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া একটি ঝলকের সূত্র ধরেই তাকে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছে। কি এমন হয়েছে অভিনেত্রীর! কার ছবির সামনে বসে মালতিকে কোলে নিয়ে এমন শোকোস্তব্ধ প্রিয়াঙ্কা!

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া যে ছবিটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে, সেখানে নিজের বাবার ছবির সামনে নিজের মেয়েকে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি এই ছবি শেয়ার করে নিয়ে তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ভাবও প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, এখনো তিনি তার বাবাকে ভোলেননি। প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে তার। পাশাপাশি চোখও ভিজে যায় কান্নায়। বলাই বাহুল্য, বাবাকে শ্রদ্ধা জানানোর আবেগঘন পোস্টের সূত্র ধরেই পুনরায় নেটনাগরিকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত প্রিয়াঙ্কা। চর্চায় তার মেয়ে মালতিও।